নতুন উষ্ণ দৃশ্যে প্রিয়ঙ্কা সরকার

সাহসী পোশাকে তো বটেই। সাহসী চরিত্রেও তিনি। অর্থাত্ অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার । তিনি দর্শকদের বলছেন, ‘হ্যালো’। কিন্তু কোথায়? গত শনিবার থেকে ‘হইচই’ প্ল্যাটফর্মে সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় শুরু হয়েছে ওয়েব সিরিজ ‘হ্যালো’র দ্বিতীয় সিজনের স্ট্রিমিং।প্রিয়ঙ্কার অভিনয় দর্শকদের একটা বড় অংশকে মুগ্ধ করেছে। ‘হ্যালো’ সিজন ওয়ানে পোশাক হোক বা চরিত্র, সাহসী প্রিয়ঙ্কাকে দেখেছিলেন দর্শক। তাঁর অভিনয়ও প্রশংসিত … Continue reading নতুন উষ্ণ দৃশ্যে প্রিয়ঙ্কা সরকার