টাকা আছে যার, সেই পাবে সারা আলিকে!

বলিউডের জনপ্রিয় চিত্রনির্মাতা, প্রযোজক, সঞ্চালক করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর এবারের ষষ্ঠ মৌসুম দিন দিন আরো আকর্ষণীয় হচ্ছে। এর মধ্যেই বেশ কিছু প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। সেসব ভিডিও ঝড় তুলেছে অন্তর্জালে।তা ছাড়া দীপিকা পাডুকোন-আলিয়া ভাট, রণবীর সিং-অক্ষয় কুমারের সঙ্গে করণের আলাপচারিতাও ঝড় তুলেছিল। সম্প্রতি ক্যাটরিনা কাইফ ও বরুণ ধাওয়ানের আলাপেও দর্শকরা বেশ … Continue reading টাকা আছে যার, সেই পাবে সারা আলিকে!