Site icon Mati News

কবুতরের চোখের রোগ হলে কী ওষুধ খাওয়াতে হবে

কবুতরের পালন ও চিকিৎসা কিভাবে কবুতরের নর ও মাদি চিনবেন

কবুতর পালকরা সচারচর যে সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তা হচ্ছে কবুতরের চোখের রোগ । কবুতরের চোখে বিভিন্ন ধরনের রোগ হতে পারে এবং তা চিকিৎসায় ঠিক ও করা সম্ভব।

লিখেছেন সায়মা তাসনিম

 

চলুন জেনে নেওয়া যাক কবুতরের চোখের রোগ কী ধরনের হতে পারে, কী কারণে হতে পারে এবং কবুতরের চোখের রোগ হলে কী চিকিৎসা করাবেন।

 

অরনিথোসিস – কবুতরের চোখের রোগের মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে অরনিথোসিস। ক্লামিডিয়া নামক একটি মাইক্রোঅর্গানিজম দ্বারা কবুতরের চোখে এ ধরনের রোগ হয়ে থাকে। এ রোগে কবুতরের চোখে পানি জমতে দেখা যায়। এই পানি অনেকসময় আঠালো ও হতে পারে। এই রোগটি ছোয়াচে ধরনের তাই এক কবুতর থেকে অন্য কবুতরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

 

অরনিথোসিস এর চিকিৎসা

 

যেসব কারণে কবুতরের চোখের রোগ অরনিথোসিস হতে পারে

 

কবুতরের চোখের রোগ প্রতিরোধ

 

কবুতরের নর মাদি চেনার উপায় কী

কবুতরের সালমোনেলা রোগের চিকিৎসা কী

স্বল্প ব্যয়ে কবুতর পালন : লাখ টাকার হাতছানি

কবুতর পালনের আধুনিক কলাকৌশল

১০টি কবুতরের রোগ ও সেগুলোর প্রতিকার

কিভাবে কবুতরের নর ও মাদি চিনবেন তা জেনে নিন

Exit mobile version