Site icon Mati News

জমি ফেলে না রেখে কুমড়ো চাষ করুন

আলু চাষের পর জমি ফেলে না রেখে কুমড়ো চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, আলুর জমিতে এমনিতেই প্রচুর পরিমাণে সার থাকে। তাই কুমড়ো চাষে আর টাকা খরচ করে অতিরিক্ত সার দিতে হয় না। কম খরচে এই চাষ খুবই লাভজনক। আমাদের রাজ্যে কুমড়োর চাহিদা সারা বছরই থাকে। দামও বেশ ভালো পাওয়া যায়। চারা বড় হওয়ার সময় কীটনাশক প্রয়োগ করলে গাছের তেমন ক্ষতির আশঙ্কা থাকে না। ইচ্ছে করলে সারাবছরই কুমড়ো চাষ করা যায়। কার্তিক মাসে আলু লাগানোর সময় সেই জমিতে কুমড়োর বীজও রোপণ করা যেতে পারে। ওই সময় গাছ লাগালে ফাল্গুন মাসের শেষের দিক থেকে কুমড়ো ধরতে শুরু করে। তবে ওই সময় বেশি কুয়াশা হলে গাছের ক্ষতি হয়।

Exit mobile version