Site icon Mati News

পেঁয়াজ এর কেজি ৫০ পয়সা!

পেঁয়াজ

পেঁয়াজ

ভারতে পেঁয়াজ রসুনের দাম অনেক নিচে নেমে গেছে। কয়েকদিন আগেও দেশটির মধ্যপ্রদেশে ৫০ পয়সা কেজি দরে বিক্রি হয়েছে পেঁয়াজ । বর্তমানে ৪ থেকে ৭ রুপিতে প্রতি কেজি  বিক্রি হচ্ছে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসান গুণছেন কৃষকরা। ঝাঁজে নয়, পিয়াজে দাম কমে যাওয়ায় চোখের পানি ফেলতে হচ্ছে তাদের।

ভারতের মধ্যপ্রদেশের প্রায় দুই লাখেরও বেশি জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩০ লাখ মেট্রিক টন। এজন্যই দাম পড়ে গেছে। মধ্যপ্রদেশের কৃষক মেওয়ালাল পাতিদার বলেন, আমি এসব পিয়াজ বিক্রির বদলে রাস্তায় ফেলে দিতে চাই। কারণ বিক্রি থেকে পরিবহন খরচও উঠে আসে না।

শুধু পিয়াজই নয়, মধ্যপ্রদেশে রসুনের দামও ব্যাপকহারে কমে গেছে। ৫০-৯০ পয়সা থেকে দুই রূপিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি রসুন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, টাইমস নাউ

Exit mobile version