Site icon Mati News

রেডিমিক্স মাটি কেন ব্যবহার করবেন | রেডিমিক্স কোথায় পাবেন

ছাদবাগান বা বারান্দায় বাগানের জন্য প্রয়োজন হয় ভালো ও উন্নত মাটির। আর এক্ষেত্রে রেডিমিক্স মাটি বলে বাজারে এক ধরনের মাটি পাওয়া যায়। কিছুটা দাম দিয়ে হলেও এ মাটি কিনলে শখের বাগানিরা অনেক ঝামেলা থেকেই বাঁচবে।

রেডিমিক্স মাটি কেন?

একটি টবে কত কেজি মাটি লাগবে

সহজ হিসাবটা হলো একটি ১০-১২ ইঞ্চি সাইজের রাউন্ড প্লাস্টিকের টবে রেডিমিক্স সয়েল লাগবে ৫ কেজির মতো।

রেডিমিক্স মাটিতে যা যা মেশানো থাকবে Ingredients of Ready Mix Soil for garden

ভার্মি কম্পোস্ট কী

এটি হলো একশ ভাগ অর্গানিক সার। কেঁচো সারও বলা হয় একে। কেঁচোর মাধ্যমে এ সার তৈরি করা হয়। কেঁচোকে গোবার, কচুরি পানা, গৃহস্থালির বর্জ খাওয়ানোর পর যে মল তৈরি হয় সেটাই ভার্মি কম্পোস্ট। বাজার করব ডট কম-এ ভার্মি কম্পোস্ট জৈব সার পাচ্ছেন ১০ কেজি মাত্র ১৫০ টাকায়।

ভার্মি কম্পোস্ট সারে কি কেঁচো থাকে?

ভার্মি কম্পোস্ট সারটি ছেঁকে তারপর প্যাকেটজাত করা হয়। তাই এতে কেঁচো থাকে না। তাছাড়া যারা ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন তাদের কাছে কেঁচো অত্যন্ত দামি একটি উপকরণ। তাই তারা তো জেনে বুঝে সারের সঙ্গে কেঁচো দেবেন না। তবে মাটিতে কেঁচো থাকাটা কিন্তু এক দিক দিয়ে ভালো। এরা মাটিতে বাতাসের সরবরাহ ঠিক রাখে ও প্রাকৃতিক লাঙলের কাজ করে। আবার কেঁচো থাকলে সারও তৈরি হয় ওই মাটিতে।

রেডিমিক্স মাটি ব্যবহারের সুবিধা

১। এটি ঝুরঝুরে, কোকোডাস্ট ও ভারমি কম্পোস্টের মিশ্রণে তৈরি।

২। এতে পানি আটকে থাকে না।

৩। শেকড় পরিষ্কারের পর এটি পুনরায় ব্যবহার করা যায়। তখন এতে শুধু পরিমাণমতো (৩০%) ভার্মি কম্পোস্ট বা জৈব সার মেশালেই হয়। ছত্রাক তথা ফাঙ্গাসের সংক্রমণের আশঙ্কা থাকলে পুনরায় মাটি তৈরির সময় এক-দুই চিমটি ম্যানসার মিশিয়ে দেবেন।

৪। রেডিমিক্স সয়েল ব্যবহারে বাড়তি সার প্রয়োগের দরকার নেই।

৫। এতে খুব সহজে বাতাস প্রবেশ করতে পারে।

৬। এর পিএইচ মাত্রা ঠিক থাকে।

৭। এতে শেকড় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই গাছের বৃদ্ধির গতি বাড়ে।

৮। এতে নিড়ানি দেওয়া সহজ। আগাছা জন্মালে তা সহজে টেনে তুলে ফেলা যায়।

৯। যেকোনো ফল গাছ থেকে শুরু করে সবজি, ফুল গাছ সব কিছুতেই রেডিমিক্স মাটি বেশ উপকারী। তবে টমেটো জাতীয় কিছু ফলের জন্য এতে বাড়তি করে কিছু সার দিতে হয়।

Exit mobile version