Site icon Mati News

প্রথম ওভারসিস চার্টার্ড ফ্লাইট পরিচালনা করলো চীনের তৈরি সি৯১৯

জুন ২, সিএমজি বাংলা ডেস্ক: চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের সি৯১৯ জেটলাইনার শনিবারের প্রথম ওভারসিস বাণিজ্যিক চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। শাংহাই ও চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের মধ্যে একটি রাউন্ড-ট্রিপ পরিচালনার মাধ্যমে চার্টার্ড ফ্লাইটটি সম্পন্ন করেছে সি৯১৯।

শনিবার সকালে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাংহাইয়ের হোংছিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে জেটলাইনারটি হংকংয়ের ১০০ জনেরও বেশি যাত্রী নিয়ে আসে।

এর আগে মঙ্গলবার চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বহরে যোগ দেয় ষষ্ঠ সি ৯১৯ জেটলাইনার। এটি চীনের নিজেদের তৈরি যাত্রীবাহী বিমানের বাণিজ্যিক গতিবৃদ্ধির ইঙ্গিত দেয়। নিজেদের তৈরি ট্রাঙ্ক জেটলাইনার দিয়ে, চীনের লক্ষ্য হলো বিশ্ব বেসামরিক বিমান চলাচলের বাজারে নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করা যা এখন বোয়িং ও এয়ারবাসের মতো প্রতিষ্ঠানগুলো

সোমবার পর্যন্ত, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের পাঁচটি সি৯১৯ জেটলাইনার দুই হাজার ১০০টিরও বেশি ফ্লাইট সম্পন্ন করেছে।

Exit mobile version