Site icon Mati News

ইতালিতে নাইটক্লাবে পদদলিত হয়ে নিহত ১৪

ইতালিতে

ইতালিতে অ্যাড্রিয়াটিক উপকূলের কোরিনাল্ডো শহরে একটি নাইটক্লাবে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য লোকজন।
স্থানীয় সময় শুক্রবার রাতে ইতালির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর অ্যানকোনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বিবিসি

জানা গেছে, কনসার্টে পেপার স্প্রে নিক্ষেপ করার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকস্মিক ছোটাছুটির সময় পদদলিত হয়ে অনেকে হতাহত হন। ইতালিতে স্থানীয় ‘লানতারনা অ্যাজুররা’ ক্লাব কনসার্টটির আয়োজন করে। র‌্যাপার ফেরা ইবাস্তার গান শুনতে সেখানে হাজির হয়েছিলেন হাজার খানেক মানুষ।

আহতদেরকে সেনিগালিয়া ও অ্যানকোনার হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। অনেকের শরীরে জখমের চিহ্ন দেখা গেছে।
>প্রসঙ্গত, গত বছরের জুনে ইতালির তুরিনে অপর এক পদদলনের ঘটনায় ১৫০০ মানুষ আহত হয়। সেখানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরাসরি দেখানো হচ্ছিলো।

 

Exit mobile version