Site icon Mati News

ইসলামিক জিজ্ঞাসা : সুদি প্রতিষ্ঠানে চাকরির বেতন কি হারাম?

ইসলামী ইসলামিক

ইসলামিক জিজ্ঞাসা : সুদি প্রতিষ্ঠানে চাকরির বেতন কি হারাম? ইসলামিক জিজ্ঞাসা বিভাগে আপনাদের পাঠানো প্রশ্ন ও উত্তর বিভাগে আজ থাকল সুদি প্রতিষ্ঠানে চাকরি বিষয়ক উত্তর।

প্রশ্ন : আমার বাবা সুদিভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানে চাকরি করেন। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে সুদ খান না। তাঁর উপার্জন খাওয়া কি আমাদের জন্য জায়েজ হবে?

নাম প্রকাশে অনিচ্ছুক, খুলনা।

 

উত্তর : সুদি লেনদেনের কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তির চাকরির বেতনও হারাম। তাই পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের ওপর বিকল্প হালাল উপার্জনের চেষ্টা করা ফরজ। বিকল্প হালাল উপার্জনের ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত প্রাণরক্ষার্থে সাময়িকভাবে স্বল্প পরিমাণে উপরোক্ত অবৈধ উপর্জন থেকে উপকৃত হওয়ার অনুমতি রয়েছে। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/১২২)

Exit mobile version