Site icon Mati News

সারা জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে আমার এই অভিজ্ঞতা – ঐশী

মিস ওয়ার্ল্ড ২০১৮ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশে ফিরেছেন বাংলাদেশের সুন্দরী জান্নাতুল ফেরদৌস ঐশী। চীনে এক মাস অবস্থান করে গত সোমবার রাতে দেশে ফিরেছেন তিনি। প্রতিযোগিতায় অংশ নেয়ার অভিজ্ঞতা সম্পর্কে ঐশী বলেন, অনেক কিছু জানা হলো, শেখা হলো। মানুষের মনের সৌন্দর্যকে কীভাবে প্রকাশ করতে হয়, উপলব্দি করতে হয় তা বুঝেছি। সারা জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে আমার এই অভিজ্ঞতা। অন্তর শোবিজের কাছে চিরদিনের কৃতজ্ঞতা আমাকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়ার জন্য। তিনি বলেন, সবচেয়ে বড় আনন্দ হলো দেশের প্রতিনিধিত্ব করতে পারা। ওখানে সব প্রতিযোগীদের সঙ্গে একটা পরিবারের মতো সময় কাটিয়েছি। ঐশী দেশের মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমার নিজের কোনো ফেসবুক আইডি ছিল না। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকে আপডেট দেয়া হয়েছে পুরো আসরটির। যারা আমার জন্য সমর্থন, শুভেচ্ছা জানিয়ে ভোট দিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশ্ব সুন্দরীর মঞ্চে সামনের দিনগুলোতে আশা করি আরও অনেক বড় সাফল্য আসবে বাংলাদেশের। উল্লেখ্য, ঐশী বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। এই ৩০ জনকে নিয়েই গ

Exit mobile version