Site icon Mati News

করোনায় কৃষির দিকে ঝুঁকছে অনেক দেশ

করোনায় মারা যাচ্ছে করোনা প্রতিরোধ

বাংলাদেশে কৃষকদের জন্য প্রায় ১৮ হাজার কোটি টাকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এর বাইরে কৃষি শ্রমিকদেও যাতায়াতে স্থানীয়ভাবে দেয়া হচ্ছে পাস, ব্যবস্থা করা হচ্ছে থাকার। এমনকি কৃষি শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কোথাও এক ইঞ্চি জমিও খালি না থাকে।

ভারতের কৃষকদের জন্য দেয়া হচ্ছে বছরে নগদ ৬ হাজার টাকা। এর বাইরে কৃষিশ্রমিকদের দেয়া হচ্ছে বিনামূল্যে রেশন।

যুক্তরাষ্ট্রে কৃষকদের জন্য নগদসহয়তা ঘোষণা করা হয়েছে ১৭ বিলিয়ন ডলারের। ভর্তুকি দেয়া হচ্ছে, গম, দুধ, মাংস উৎপাদনকারীদের।

যুক্তরাজ্য ফসল কাটার জন্য রোমানিয়া থেকে কৃষকদের বিমানে করে উড়িয়ে নিয়ে আসছে। ইস্ট আ্যাংলিয়ারে ৭ হাজার হেক্টও জমিতে তারা ফসল কাটবে। যুক্তরাজ্য কৃষকদের বলছেন জমি সেনা।

জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন, বর্ডার খুলে দিয়েছে কৃষি শ্রমিকদের জন্য। রোমানিয়, বুলগেরিয়া, পোলান্ড থেকে কৃষি শ্রমিকরা আসছে সেসব দেশে। জার্মানির চ্যান্সেলর বলছেন, ৪০ হাজার কৃষি শ্রমিক প্রয়োজন তাদের।

অর্থনীতিবিদ ড. শামসুল আলম বলেন, করোনায় মানুষের প্রয়োজন খাদ্য নিরাপত্তা। শিল্প, প্রবৃদ্ধি এসব পরেও ভাবা যাবে। আগে মানুষ খেয়ে বাঁচুক। তাই বিশ্ব জুড়েই কৃষিকে গুরুত্ব দেয়া হচ্ছে। যাতে ফসল নষ্ট না হয়।

Exit mobile version