Site icon Mati News

গ্যাসট্রিকের ওষুধ দীর্ঘদিন খেলে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি!

অনেকে আলসার, গ্যাসট্রিকের ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খান। এসব ওষুধ থেকে কি পাকস্থলীর ক্যানসার হতে পারে?

এ বিষয়ে কথা বলেছেন ডা. আরমান রেজা চৌধুরী রাকেশ। বর্তমানে তিনি ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালে অনকোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : পাকস্থলীর আলসার বা গ্যাসট্রাইটিসের কারণে  যারা দীর্ঘদিন ওষুধ খেয়ে যান তাদের বেলায় কি পাকস্থলীর ক্যানসার হওয়ার ঝুঁকি রয়েছে?

উত্তর : অবশ্যই। এই ধরনের রোগীদের অবশ্যই ঝুঁকিটা বেশি। এর কারণর হলো, যতক্ষণ পর্যন্ত পাকস্থলীর লাইনিং এপিথিলিয়ামে আলসারের ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওখানে কোষের কিছু পরিবর্তন হতে থাকবে। একটি পর্যায়ে এটি ক্যানসারে রূপান্তর হতে পারে। এই ধরনের রোগীরা অবশ্যই সাধারণ মানুষের তুলনায় ঝুঁকির মধ্যে বেশি থাকবে।

প্রশ্ন : গ্যাসট্রিকের যেসব ওষুধ খাওয়া হয় এগুলো থেকে কি পাকস্থলীর ক্যানসার হতে পারে? এ বিষয়ে আপনার মতামত কী?

উত্তর : হ্যাঁ, হতে পারে। কিছু কিছু গ্যাসট্রিকের ওষুধ রয়েছে যেগুলো দীর্ঘদিন খেলে সমস্যা হতে পারে। এ জন্য আমরা মাঝেমধ্যে বলি ওষুধ পরিবর্তন করে খাওয়ার জন্য। একই ধরনের ওষুধ বার বার খেতে শুরু করলে শরীর একে চিনে ফেলে। চিনে ফেললে শরীরের ভেতর যে মেকানিজমগুলো ঘটে সেগুলোর পরিবর্তন হয়। কিছু কিছু ওষুধ দীর্ঘমেয়াদি ব্যবহার করলে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।

সূত্র : এনটিভি

Exit mobile version