Site icon Mati News

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় ৭টি যুদ্ধজাহাজ নামিয়েছে ভারত

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় ৭টি যুদ্ধজাহাজ নামিয়েছে ভারত

ঘূর্ণিঝড় ফণী-র মোকাবিলায় ৭টি যুদ্ধ জাহাজ নামাল ভারতীয় নৌবাহিনী। ঝড়ের গতিবিধি নজরে রাখবে এই যুদ্ধ জাহাজগুলি। ৪টি যুদ্ধজাহাজ থাকছে তামিলনাড়ু উপকূলে। বাকি ৩টি যুদ্ধজাহাজ ঝড়ের গতিবেগ নজরে রাখবে।

আইএনএস দেগায় থাকছে ৭টি হেলিকপ্টার। যে কোনও পরিস্থিতিতে উড়ে যাবে এই হেলিকপ্টার। আইএনএস দেগায় থাকছে ডুবুরিও। থাকছে রাবারের নৌকা, মেডিক্যাল টিম। যুদ্ধজাহাজে প্রস্তুত রাখা হচ্ছে ত্রাণ সামগ্রীও।

উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ত্রাণ কার্য তদারকি করছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, উড়িষ্যা বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমানবাহিনী, নৌবাহিনী তত্‍‌পরতার সঙ্গে কাজ করছে।

 

Exit mobile version