Site icon Mati News

‘‌নিজের নাতনিকেও ছাড়েননি গান্ধী’ তসলিমা নাসরিনের স্ট্যাটাস থেকে

মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা কেন বলা হয় আমি জানি না। মহাত্মা মানে মহান আত্মা। প্রথমত আত্মা বলে কিছু নেই। দ্বিতীয়ত আত্মা বলতে যা-ই বোঝানো হয়ে থাকুক, সেটি গান্ধীর বেলায় মহান নয়। তাঁর গুণের কথা আমরা আশি নব্বই বছর ধরে শুনছি। কিন্তু তাঁর দোষের কথা অতটা শুনিনা অথবা মোটেও শুনিনা। তিনি যে বউ পেটাতেন, বেশ্যালয়ে যেতেন, সতেরো -আঠারো বছর বয়সী মেয়েদের ন্যাংটো করিয়ে , নিজেও ন্যাংটো হয়ে এক বিছানায় ঘুমোতেন– একদিন দুদিন নয়, বছরের পর বছর — তাঁর এসব দোষ জেনেবুঝেই আড়াল করা হয়। মনুবেন তাঁর ডায়রিতে লিখেছেন কীভাবে তাঁকে ন্যাংটো করানো হতো যখন তিনি ন্যাংটো গান্ধীকে বাথটাবে স্নান করাতেন। কচি কচি উলঙ্গ মেয়ের সঙ্গে রাত কাটিয়ে কী নাকি ব্রহ্মচর্য পরীক্ষা করতেন গান্ধী। নিজের নাতনিকেও ছাড়েননি। গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস নেতারা নিরুদ্দেশে পাঠিয়ে দিয়েছিলেন মনুবেন আর আভাবেনকে, জীবনের শেষ দিনেও ক্রাচ হিসেবে গান্ধী যাঁদের ব্যবহার করেছেন। এই মেয়েগুলো চরম হতাশার মধ্যে তাঁদের বাকি জীবন কাটিয়েছেন। কেউই আর স্বাভাবিক জীবন যাপন করতে পারেননি।

 

ঘরে বসে অনলাইনে আয় করতে ইনস্টল করুন ব্রাউজারটি

আরো পড়ুন :

প্রাপ্তবয়স্কদের জন্য মনোদৈহিক গল্প : দর্শক

প্রাপ্তবয়স্কদের জন্য মনোদৈহিক গল্প : যে ঝড় থামে না

দেখুন মজার জাদু

Exit mobile version