Site icon Mati News

সুরমা দৃষ্টিশক্তি সতেজ করে

সুরমা দৃষ্টিশক্তি সতেজ করে

দেশে ক্ষীণদৃষ্টিসম্পন্ন মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ধূলিময় পরিবেশ, পর্যাপ্ত সবুজ গাছপালা না থাকা, ফরমালিনযুক্ত খাবার, অপরিশোধিত পানি ও কল-কারখানার বিষাক্ত ধোঁয়াসহ নানা কারণে মানুষের দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে।

মহানবী (সা.) চোখের যত্নে সচেতন ছিলেন। তাঁর একটি সুরমাদানি ছিল। তিনি তা থেকে প্রতি রাতেই সুরমালাগাতেন। ডান চোখে তিনবার এবং বাঁ চোখে তিনবার। (তিরমিজি, হাদিস : ১৭৬৩)

সুরমা ব্যবহারের উপকারিতা বিজ্ঞানের গবেষণায়ও প্রমাণিত। হাদিস ও বিজ্ঞানের গবেষণায় সুরমার ব্যবহারে চোখের বড় উপকারিতাগুলো হলো—সুরমা চোখের জন্য ছোঁয়াচেসহ সব ধরনের রোগজীবাণু ধ্বংস করে। চোখে প্রবেশকৃত ধুলা ও ক্ষতিকর পদার্থগুলো নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে। দৃষ্টিশক্তি বৃদ্ধিতে প্রতিবন্ধক জীবাণু ধ্বংস করে। চোখের জ্বালাপোড়া নিরাময় করে।

Exit mobile version