Site icon Mati News

৩২ বার হেরেও ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী!

ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা শ্যামবাবু। ১৯৬২ সালে মাত্র ১৮ বছর বয়সেই প্রথম লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন। এরপর টানা ৩২ বার বিভিন্ন নির্বাচনে হেরেও তিনি থেমে যাননি।

আসন্ন ভারতের লোকসভা নির্বাচনে আবারও মনোনয়নপত্র দাখিল করেছেন ৮৪ বছর বয়সের এই রাজনৈতিক নেতা। শ্যামবাবু এবার লড়াই করবেন ভারতের উড়িষ্যার আসকা ও বেরহামপুর আসন থেকে।

 

সংবাদসংস্থা এএনআইকে শ্যামবাবু বলেন, ৩২ বার বিভিন্ন নির্বাচনে লড়াই করেছিলাম। এবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আমার প্রতীক হলো ক্রিকেট ব্যাট।

তিনি বলেন, হারি জিতি পরোয়া করি না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়েই যাব।

অনেকেই শ্যামবাবুর সাহসী পদক্ষেপের প্রসংশা করছেন। তিনি নিজেই মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চান।শ্যামবাবুর প্রতীকের উল্টো দিকে লেখা প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

Exit mobile version