Site icon Mati News

পয়লা বৈশাখে শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না, তবে মুখোশ হাতে রাখা যাবে। সারা দেশের নববর্ষের অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিরাপত্তা বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডির রবীন্দ্রসরোবর এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। নিরাপদে চলাচলের জন্য ঢাকায় বিশেষ ট্রাফিক প্ল্যান করা হবে। শোভাযাত্রা শুরু হওয়ার পর আর কেউ ঢুকতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পয়লা বৈশাখে অনুষ্ঠানে ভুভুজেলা বাজানো যাবে না। বিকেল পাঁচটার পর অনুষ্ঠান করা যাবে না এবং সন্ধ্যা ছয়টার মধ্যে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে।

পয়লা বৈশাখের আগের দিন বিশেষ স্টিকার ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেউ গাড়ি চালাতে পারবেন না বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

Exit mobile version