Site icon Mati News

বন্ধ হচ্ছে ২৫ কোটি সিম!

সিম

ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ২৫ কোটি সিম কার্ড। সিম সক্রিয় রাখতে ন্যূনতম রিচার্জের শর্ত না মানায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির দুটি মোবাইল ফোন অপারেটর। অপারেটর দুটি হচ্ছে এয়ারটেল ও ভোডাফোন আইডিও।

যেসব গ্রাহক মাসে ন্যূনতম ৩৫ টাকা রিচার্জ করে না শিগগিরই তাদের সিমগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুটি। ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।

ভোডাফোনের সাতটি ও এয়ারটেলের পাঁচটি প্ল্যান রয়েছে, যাতে মাসে ৩৫ টাকার রিচার্জ করতে হয়। কিন্তু এই শর্ত না মানায় এয়ারটেল ১০ কোটি ও ভোডাফোন ১৫ কোটি সিম বন্ধ করে দিচ্ছে।

Exit mobile version