Site icon Mati News

মেসিকে লিখে নিতে চায় বার্সা !

মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চাই বার্সেলোনা। ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ চান, মেসি তার ক্যারিয়ারের ইতি টানুক বার্সেলোনাতেই। ইএসপিএনকে এক বিশেষ সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি। মেসির সঙ্গে বার্সার চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত। কিন্তু দ্রুতই নতুন চুক্তি নিয়ে কথা পাড়বেন বলেও ইঙ্গিত দেন ক্লাব কর্তা।

বার্তামেউ বলেন, ‘আমরা বার্সেলোনায় তার অনেক লম্বা ক্যারিয়ার চাই। যাতে আমরা তার খেলা দীর্ঘদিন উপভোগ করতে পারি। লিও ফুটবলের সীমানা ভেঙে দিয়েছে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। প্রতিপক্ষের ভক্তরাও তার প্রতি আবেগ আপ্লুত।’

মেসির বয়স হয়ে গেছে ৩২ বছর। দুই বছরের চুক্তি শেষে তার বয়স হবে ৩৪। কিন্তু বার্সা প্রেসিডেন্টের মতে, মেসি এখনও তরুণ, ‘আমাদের চিন্তা হলো তার সঙ্গে চুক্তি নবায়ন করা। সে তরুণ। তার পারফর্ম সেটাই বলে। প্রতিদিন মেসি উন্নতি করছে, মাঠে নতুনত্ব আনছে। আমি বিশ্বাস করি মেসি এখনও অনেক বছর ফুটবল খেলবে। নিজেকে আরও সামনে নিয়ে যাবে। সে আরও অনেক বছর বার্সায় থাকছে।’

মেসি এরই মধ্যে বার্সার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। বার্সার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন। বার্সার জীবন্ত কিংবদন্তি তিনি। বার্সা সভাপতি তাই বলেন, ‘মেসি একক ক্লাবের সম্পদ। শুধু মাঠের পারফরম্যান্সের কারণে নয়। বরং বার্সার সঙ্গে তার সম্পর্কের কারণেও। আমি কিংবদন্তি পেলের কথা তুলবো। যিনি আজীবন সান্তোষের। মেসিও সারাজীবন বার্সায় থাকবে এটাই চাই আমরা। এমনকি অবসরের পরেও।’

এছাড়া মেসি বার্সাকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন। অন্য কোন সময়ে বার্সা এতো বেশি শিরোপা জেতেনি। এতো বেশি কঠিন প্রতিপক্ষ বার্সা ছিল না। কিন্তু মেসি সারাজীবন তো বার্সায় হয়ে খেলতে পারবেন না। অবসর তো নিতেই হবে তাকে। মেসিকে ছাড়া বার্সা যেন এই ধারার থাকতে পারে তার জন্য ক্লাবকে প্রস্তুত হওয়ার কথাও বললেন বার্সেলোনা সভাপতি মারিও বার্তামেউ।

Exit mobile version