Site icon Mati News

বিশ্বের বৃহত্তম হীরা মিলল বোতসোয়ানায়

বিশ্বের বৃহত্তম হীরা মিলল বোতসোয়ানায়

 

বিশ্বের বৃহত্তম হীরক খণ্ডের সন্ধান মিলেছে আফ্রিকার বোতসোয়ানায়। বৃহস্পতিবার মধ্য-পূর্ব বোতসোয়ানার একটি খনিতে হীরাটি পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার মধ্য-পূর্ব বোতসোয়ানার কারোয়ে খনিতে ওই হীরার সন্ধান মেলে। এখন পর্যন্ত এর চেয়ে বড় আকারের হীরার সন্ধান পাওয়া যায়নি।

খননকার্য চালিয়ে কানাডার একটি মাইনিং কোম্পানি হীরাটি উদ্ধার করে। এটি ১,৭৫৮ ক্যারাটের।

উদ্ধার হওয়া হীরাটির ওজন ৩৫২ গ্রাম যার মাপ ৮৩ মিমি X ৬২ মিমি X ৪৬ মিমি।

প্রসঙ্গত, বোতসোয়ানায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ গুণগত মানের হীরে পাওয়া যায়।

Exit mobile version