Site icon Mati News

এক পায়েই মেসি ম্যাজিক দেখাচ্ছে ১৬ বছরের কিশোর (ভিডিওসহ)

 

এক পায়েই মেসি ম্যাজিক দেখাচ্ছে ১৬ বছরের এই কিশোর (ভিডিওসহ)

 

মিয়ানমারের ১৬ বছরের কিশোর কঙ কান্ত লিন। ফুটবল দেখলেই তাঁর মনে উদ্বেলিত হয়। লিওনেল মেসি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত লিনের সমস্যা একটাই। তাঁর ডান পা সুগঠিত নয়। তাই তাঁকে হাঁটা চলা করতে হয় ক্রাচের সাহায্যে। তবে এই প্রতিবন্ধকতা তাঁর ফুটবল খেলার ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেনি। তাই ক্রাচ নিয়েই বন্ধুদের সঙ্গে ফুটবল মাঠে নেমে পড়ে লিন।

 

পায়ের সমস্যা থাকলেও পাঁচ বছর বয়সে প্রথম ফুটবল খেলার ইচ্ছা জাগে লিনের। তারপর কাকার তৈরি করে দেওয়া কাঠের ক্রাচ নিয়েই রাস্তায় বন্ধুদের সঙ্গে ফুটবলে লাথি মারত সে। একটু বড় হতেই ফুটবলার হওয়ার ইচ্ছা চেপে বসে তাঁর মনে। ক্রাচ নিয়েই ফুটবল খেলা শুরু করে দেয় সে। লিন এখন বন্ধুদের সঙ্গে নিয়মিত ফুটবল খেলে।

এ বছর জানুয়ারি মাসে মায়ানমারের স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত একটি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছিল সে। তার করা গোলেই ওই প্রতিযোগিতায় জয়ী হয়েছিল দল। সেই প্রতিযোগিতায় সেরা ফুটবলারের সম্মানও পেয়েছিল লিন।

লিনের ফুটবল খেলার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছ। প্রচুর মানুষ কমেন্টে উৎসাহিত করেছেন লিনকে। মায়ানমারের এক সংবাদ মাধ্যমকে লিন বলেছে, ‘‘আমার উচ্চতা কম, তাই বিপক্ষের ফ্রি কিক আটকে দিতে পারি না। কিন্তু বল নিয়ে দৌড়তে আমার খুব ভাল লাগে।’’

 

 

 

 

 

Exit mobile version