Site icon Mati News

শেষ সুযোগ মেসির

রাশিয়ায় বিশ্বকাপ জিততে মরিয়া আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার শেষ সুযোগটা নিতে চান মেসি। ক্লাব ফুটবলে এমন কোনো অর্জন নেই যা লিওনেল মেসির নামের পাশে নেই। ফিফা ব্যালন ডি’অর জিতেছে পাঁচবার। তাঁর পাঁচটি ব্যালন ডি’অর আছে আর একজনেরই। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ক্লাবের এত এত অর্জনও মেসির মন ভরাতে পারছে না। তাঁর একটা বিশ্বকাপ ট্রফি চাই।

শুধু মেসি নন, গোটা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরাই চান একটি ট্রফি মেসির হাতে শোভা পাক। নিজের শেষ বিশ্বকাপে মেসি নিজেও খুব করে চাইছেন সোনালী ট্রফিটি ছুঁয়ে দেখতে। তাঁর কাছে বিশ্বকাপ ট্রফি জেতাই আসল।

বিশ্বকাপের উদ্বোধনের দিনে আর্জেন্টিনার ‘লা ন্যাসিয়ন’ সংবাদপত্রে মেসি বলেছেন, ‘রেকর্ডের ব্যাপারটা আমি তাদের ওপরেই ছাড়তে চাই, যারা পরিসংখ্যান খুব ভালোবাসে। রেকর্ড নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি চাই ট্রফি জিততে।’

আজ শনিবার আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রথম ম্যাচে নামার আগে মেসি বলেছেন, ‘আমি জানি, (গ্যাব্রিয়েল) বাতিস্তুতার গোলের রেকর্ড ভেঙেছি। একটা ঐতিহাসিক কৃতিত্ব।

অধরা বিশ্বকাপ পেতে মেসি কতটা মরিয়া, তা পরিষ্কার হয়ে যায় তাঁর কথায়। যখন বলেন, ‘সব রেকর্ডের বদলে যদি বিশ্বকাপটা পাওয়া যেত। আমি জানি, একটা বিশ্বকাপ আমার দেশের মানুষকে কতটা খুশি করবে।’

Exit mobile version