Site icon Mati News

‘লাভ জিহাদ’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সারা

সারা

আর মাত্র এক সপ্তাহ পরেই ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে সাইফ আলী খান ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খানের। চলতি বছরের শেষ মাসটি সাইফ-অমৃতার জন্য খুব আনন্দের। তাঁদের বড় মেয়ে দুটো ছবি দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখছেন। সারার অপর ছবি ‘সিম্বা’।

২০১৩ সালে হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ মন্দির ও তার আশপাশের বিশাল এলাকাজুড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নিয়েই তৈরি হয়েছে ‘কেদারনাথ’ চলচ্চিত্রটি। এরই মধ্যে মুক্তি পেয়েছে এ ছবির ট্রেইলার। ভারতের একজন বিজেপি নেতার দাবি, ‘কেদারনাথ’ হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে ও ‘লাভ জিহাদ’ প্রচার করছে। তাই ছবিটির মুক্তি নিষিদ্ধের দাবি জানিয়েছেন তিনি।

কোনো মুসলিম পুরুষ যখন অমুসলিম নারীকে প্রেমের ফাঁদে ফেলে ইসলাম ধর্মে দীক্ষিত করার লক্ষ্য স্থির করেন, সেই টার্মটিকে সংক্ষেপে লাভ জিহাদ বলছেন অনেকে।

ওই বিজেপি নেতার অভিযোগ, পরিচালক অভিষেক কাপুর ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে হিন্দু ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছেন।

বিজেপির প্রচারমাধ্যম বিভাগের সদস্য অজেন্দ্র অজয় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সভাপতি প্রসূন জোশিকে চিঠিতে লিখেছেন, ভারতের ইতিহাসের সবচেয়ে খারাপ বিপর্যয়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলার পাশাপাশি অভিষেক কাপুর পরিচালিত এই চলচ্চিত্রটি হিন্দু ভাবাবেগ নিয়ে মজা করেছে।

‘কেদারনাথ’ ছবির পোস্টার। ছবি : ইনস্টাগ্রাম

‘কেদারনাথ’ চলচ্চিত্রটির মূল দুই অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও সারা আলী খানের মধ্যে একটি চুম্বন দৃশ্যসহ এই ছবির টিজার ও পোস্টারে একটি ট্যাগলাইন দেওয়া হয়, ‘প্রেম এক তীর্থযাত্রা।’

বিজেপির ওই নেতার অভিযোগ, কেদারনাথ কোটি কোটি হিন্দুর বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। এই ধরনের পোস্টার ও দৃশ্য তাতে আঘাত হানছে।

প্রথম পোস্টারে দেখা যায়, প্রাণোচ্ছল পর্যটক মুক্কু (সারা) একটি কান্ডিতে চেপে মনসুরের (সুশান্ত) সঙ্গে কেদারনাথের পথে যাচ্ছে। পোস্টার প্রকাশের পর ইনস্টাগ্রামে সারা লিখেছিলেন, ‘ট্র্যাজেডি নয়, প্রকৃতির রোষ নয়, ঈশ্বরের কোনো কাজ ভালোবাসাকে আটকাতে পারে না!’

নানা আলোচনা-সমালোচনার মধ্যেই ছবির নায়িকা সারা আলী খান মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন।

সারা বলেছেন, ‘এই ছবি ওই ধরনের নয়। কেদারনাথ যেমন মনসুরের পৃথিবী, তেমনি মুক্কুরও। আমি এ ধরনের বিদ্বেষ বুঝি না, জাতিবিদ্বেষ ও লিঙ্গবৈষম্যও বুঝি না, সারাবিশ্বেই এটা প্রচণ্ড। আমি বিশ্বাস করি, আমার জীবন অভিজ্ঞতা ও লেখাপড়া চিন্তা প্রক্রিয়ার গঠন বদলাবে; আর এসবের অভাবই অন্যভাবে চিন্তা করতে প্রভাবিত করে। সবার যে সব ছবি ভালো লাগবে, এটা নাও হতে পারে; আমরা ভিন্ন মত পোষণ করতেই পারি।’

‘কেদারনাথ’ মুক্তি পাচ্ছে আগামী ৭ ডিসেম্বর। আর ‘সিম্বা’ মুক্তি পাবে ২৮ ডিসেম্বর, এ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তারকাসন্তান সারা আলী খান। সূত্র : ডিএনএ

Exit mobile version