Site icon Mati News

প্রবাসী শ্রমিকদের পক্ষে মত দিলেন সিঙ্গাপুরের ব্যবসায়ীরা

প্রবাসী শ্রমিক সিঙ্গাপুরের

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে সিঙ্গাপুরের প্রবাসী শ্রমিকের সংখ্যা হ্রাস পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসী শ্রমিক কমে যাওয়ার কারণে দেশটি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হিমশিম খাবে।

ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়ীদের সংগঠনগুলোও বলছে, প্রবাসী শ্রমিকের সংখ্যা কমে যাওয়ার ফলে সিঙ্গাপুরবাসীর চাকরির প্রত্যাশা ব্যাপকভাবে বিঘ্নিত হবে।

সিঙ্গাপুরে থাকা প্রবাসী শ্রমিকদের ব্যাপারে কড়াকড়ির সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। তারা মনে করেন, এতে করে ক্ষতিগ্রস্থ হবে সিঙ্গাপুরের অর্থনীতি।

জানা গেছে, ৩৩ হাজার দু’শ ৪৯ জন সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২৩ জন। আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশের বেশিই প্রবাসী শ্রমিক। বিষয়টি গুরুত্ব সহকারে সরকারকে বিবেচনার অনুরোধ করেছেন সে দেশের ব্যবসায়ী নেতারা।

সেই সঙ্গে ব্যবসায়ীরা বলছেন, প্রবাসী শ্রমিকরা স্বল্প বেতনে অত্যন্ত জরুরি সেবাগুলো দিয়ে থাকে। তাদের নতুনভাবে চাকরি দেওয়া না হলে এবং আগের চাকরি থেকে ছাঁটাই করা হলে, পুরো সিঙ্গাপুরে তার বিরূপ প্রভাব পড়বে।

ডাকঘর এর সঞ্চয় স্কিম এ ২০ লাখ টাকার বেশি রাখা যাবে না

Exit mobile version