Site icon Mati News

বঙ্গবন্ধুর বই নিয়ে কানাডা মহিলা আ.লীগের আলোচনা সভা

কানাডা

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা’ এই বই দুটি গণতান্ত্রিক রাষ্ট্রপরিচালনা এবং সামাজিক বিধিব্যবস্থার ক্ষেত্রে নির্দেশনামূলক গ্রন্থ পাঠ রাজনীতিক ও সাধারণ মানুষের মননকেও পরিশীলিত করবে।

রবিবার সন্ধ্যায় ডেনফোর্থের মিজান কমপ্লেক্সে কানাডা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বই দুটির উপর আলোচনা সভায় বক্তারা এই অভিমত প্রকাশ করেন।

মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানুর সভাপতিত্বে অসমাপ্ত আত্মজীবনী বইটি নিয়ে আলোচনা করেন লেখক, নাট্যকার আকতার হোসেন এবং কারাগারের রোজনামচা বইটি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ফায়জুল করিম এবং সাংবাদিক শওগাত আলী সাগর।

আলোচনায় সভায় আরও অংশ নেন কথা সাহিত্যিক সৈয়দা ফরিদা রহমান, লেখক ও গবেষক হাসান মাহমুদ, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ গফফার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলিনা সিদ্দিকী।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বক্তারা বঙ্গবন্ধুর লেখা দুটি বই নিয়ে এই ধরনের আলোচনা সভা আয়োজন করায় মহিলা আওয়ামী লীগ এবং এর সভাপতি হাসিনা আক্তার জানুকে ধন্যবাদ জানান।

আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর লেখা বই দুটিকে ইতিহাস এবং সাহিত্যের অমূল্য দলিল হিসেবে উল্লেখ করেন।

Exit mobile version