Site icon Mati News

ফেসবুক থেকে : ৫৫ বছর পর কোনো নারী ফিজিক্সে নোবেল পেলেন

এবার ফিজিক্সে নোবেল পেয়েছেন তিনজন, তাদের মধ্যে একজন নারী- ডোনা স্ট্রাইকল্যান্ড। মারি কুরি নোবেল পাবার ৫৫ বছর পর কোনো নারী ফিজিক্সে নোবেল পেলেন। ফিজিক্সে নোবেল বিজয়ী তৃতীয় নারী ডোনা স্ট্রাইকল্যান্ড। ক্যামিস্ট্রিতে নোবেল পেয়েছেন তিনজন, তাদের মধ্যেও একজন নারী- ফ্রান্সিস এইচ আরনল্ড, ক্যামিস্ট্রিতে নোবেল বিজয়ী পঞ্চম নারী তিনি। শান্তিতে নোবেল পেয়েছেন দুজন, যাদের একজন নারী- নাদিয়া মুরাদ। নোবেল পেয়েছেন যুদ্ধের সময় হওয়া সেক্সুয়াল ভায়োলেন্স প্রতিরোধে কাজ করেছেন বলে। তিনি ইরাকের একজন মানবাধিকার কর্মী। আইএসআইএস সেনারা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং ধর্ষণ করে। সেই অবস্থা থেকে মানুষটি উঠে দাঁড়িয়ে যে কাজ করেছেন, তাতে বলতেই হয়, শান্তিতে নোবেল এবার ঠিক জায়গায় গিয়ে পৌঁছেছে। এবার নোবেল প্রাইজে নারীদের জয়জয়কার। উনারাই কি নারীদের এবং নারীবাদীদের রোল মডেল হওয়া উচিত না?

(ফারাহ মাহমুদের স্ট্যাটাস থেকে)

Exit mobile version