Site icon Mati News

৮০ কেজি ধুলো থেকে বেরোচ্ছে আড়াই কেজি সোনা !

টাইটান ইন্ডাট্রিজ এর জুয়েলারি ডিভিশন তানিশক এবার দীপাবলির আগে তাদের নতুন প্ল্যান্টে কাজ শুরু করেছে। আর সেখানেই ধুলে থেকে সোনা বের করে আনার এই পদ্ধতি চালু হয়েছে। উত্তরাখন্জের পন্তনগরে হয়েছে এই কারখানা। সেখানে আমেরিকা ও জার্মানি থেকে আনা অত্যাধুনিক মেশিনে কাজ চলছে। সেই মেশিনের মাধ্যমে প্রতি মাসে ৮০ কেজি ধুলো থেকে আড়াই কেজি সোনা উত্পাদন চলছে। এই কারখানায় প্রতিদিন ১১০০ সোনার চেন ছাড়াও বিপুল সংখ্যক আংটি, হার উত্পাদন করা হচ্ছে। ধুলো থেকে সোনা বের করার কাজ চলছে জোরকদমে।

জিঙ্ক, রূপো, কপার-এর মতো কাঁচামাল আমেরিকার কাছ থেকে কিনছে তানিশক। তবে ভারতে এইসব পণ্যের দাম অনেকটাই সস্তা। তবে সংস্থার দাবি, আমরা কোয়ালিটি নিয়ে কোনও আপোস করতে পারব না। গ্রাহকদের পরিশুদ্ধ জিনিস দেওয়ার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। আমেরিকা থেকে যে পণ্য আমদানি করা হচ্ছে তার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়।

Exit mobile version