Site icon Mati News

বাংলা ব্যাকরণ : ণ-ত্ব ও ষ-ত্ব বিধান

বাংলা ২য় পত্র ণত্ব বিধান ষত্ব বিধান

বাংলা ব্যকরণের মৌলিক কিছু বিষয় আছে যেগুলো প্রায় সব ক্লাসেই পড়তে হয়। সেরকমই একটি ঘোলাটে বিষয় ণ-ত্ব ও ষ-ত্ব বিধি-বিধান । এ নিয়ে বহুনির্বাচনি সহ আলোচনা করেছেন জুবায়ের ইবনে কামাল।

এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমনকি বিসিএস লিখিত পরীক্ষার জন্যও বাংলা ব্যকরণের কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হলো ণ-ত্ব ও ষ-ত্ব বিধান। সহজ কথায় বাংলা ভাষার কোথায় মূর্ধন্য-ণ ও ষ বসবে তার নিয়ম কানুন। ক্লাস ভেদে প্রশ্ন একটু কঠিন হয় ঠিকই। কিন্তু মজার ব্যাপার হলো একবার ভালো করে মুল পড়াগুলো আয়ত্ব করতে পারলে আর কখনোই নতুন করে পড়বার প্রয়োজন হয়না। ণ-ত্ব ও ষ-ত্ব বিধানের একদম মৌলিক কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন, র, ঋ, ক্ষ, এবং ট-বর্গীয় বর্ণসমুহের (ট, ঠ, ড, ঢ) পরে মুর্ধন্য-ণ হয়। একইভাবে রেফ, ঋ এবং স্বরবর্ণের অ, আ এবং আ-কার ছড়া অন্যান্য সকল স্বরবর্ণের (ই, ঈ, উ, ঊ, এ, ঐ, ও, ঔ) পরে ষ হয়। এতো গেলো বৈশিষ্ট্য। পাশাপাশি কিছু শব্দ আছে যাতে স্বভাবতই মূর্ধন্য-ণ ও ষ হয়। কোন নিয়মের ধার না ধরেই এসব ব্যতিক্রমীগুলোকে কিন্তু মুখস্থ করবার প্রয়োজন নেই। কয়েকবার দেখলে এগুলো এমনিতেই মনে থাকে। সবকিছুর জন্য দরকার বেশী বেশী অনুশীলন। কারণ আমরা দেখেছি এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ক্লাস টেনের ব্যকরণ বই পড়তে হয়। সুতরাং অনুশীলনের সাথে থাকলে এগুলো নতুন করে পড়বার প্রয়োজন নেই। নিচে তোমাদের সুবিধার্থে এসব নিয়মের উপর কিছু বহু নির্বাচনী প্রশ্নের মডেল উত্তরসহ দেয়া হলো।

বহু নির্বাচনী অনুশীলনঃ

১. কোন বানানটি সঠিক?
ক) আকাঙ্খা
খ) প্রতিযোগীতা
গ) মুমূর্ষূ
ঘ) পরিণয়

২. নিচের কোন বানানটি শুদ্ধ
ক) সবিসেশ
খ) স্ববিশেষ
গ) সবিশেষ
ঘ) শবিশেষ

৩. নিচের যে শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়-
ক) তূণ
খ) লক্ষণ
গ) অর্পণ
ঘ) ভীষণ

৪. ণ-ত্ব বিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ?
ক) প্রণয়ন
খ) ধরণ
গ) পরগণা
ঘ) রাণী

৫. কোন গুচ্ছ অশুদ্ধ বানানের উদাহরণ?
ক) ত্রিভুজ, উর্ধ্বমুখী
খ) কাঙ্ক্ষণীয়, প্রবাহমান
গ) দুরাকাঙ্ক্ষা, প্রতিদ্বন্দ্বিতা
ঘ) মিথস্ক্রিয়া, ব্যবহারিক

৬. নিচের কোন শব্দটিতে স্বভাবতই ‘ণ’ ব্যবহৃত হয়েছে?
ক) নির্বাণ
খ) কণা
গ) প্রণীত
ঘ) কৃপণ

৭. ণ-ত্ব বিধান অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ বানান?
ক) ত্রিকোণ, পুরোনো
খ) নেত্রকোনা, নিরূপণ
গ) ধরণ, ঝর্ণা
ঘ) হরিণ, রূপায়ণ

৮. ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান ব্যকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) ধ্বনিতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) কোনটাই নয়

৯. ‘কণ্টন’ বানান কোন নিয়মে লেখা?
ক) বর্ণ বিধান
খ) ণ-ত্ব বিধান
গ) ষ-ত্ব বিধান
ঘ) কোনটিই নয়

১০. নিত্য মুর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
ক) আষাঢ়
খ) উপনিষদ
গ) কল্যাণীরেষু
ঘ) কষ্ট

১১. কোন শব্দটির বানান শুদ্ধ?
ক) দোষনীয়
খ) দূষণীয়
গ) দূষনিয়
ঘ) দোষণীয়

১২. ণ-ত্ব বিধান কোন জাতীয় শব্দের বেলায় প্রযোজ্য?
ক) তৎসম
খ) খাঁটি বাংলা
গ) বিদেশী
ঘ) দ্বিরুক্ত

১৩. স্বভাবতই- ‘ষ’ ব্যবহারের উদাহরণ-
ক) প্রতিষ্ঠান
খ) নষ্ট
গ) সুষুপ্ত
ঘ) রোষ

১৪. সঠিক শব্দগুচ্ছ হলো-
ক) নিস্কাসন, শীততাপ, দুর্ভীক্ষ
খ) অভীষ্ট, নিশ্চল, সমীচীন
গ) উদিচী, বুভুক্ষ, পোস্ট-অফিস
ঘ) লক্ষণ, মধ্যস্থ, উদ্বোধন

১৫. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) পরিস্কার
খ) শ্রদ্ধাভাজনীয়াষু
গ) স্নেহাশীষ
ঘ) সংস্রব

১৬. ষ-ত্ব বিধান অনুসারে কোন বানানটি ভুল?
ক) বৃষ্টি
খ) তুষ্ট
গ) রেজিষ্ট্রার
ঘ) উৎকৃষ্ট

১৭. স্বভাবতই ‘ণ’ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
ক) নিপুণ
খ) হরিণ
গ) শ্রাবণ
ঘ) ঘণ্টা

১৮. নিচের কোনটি অশুদ্ধ?
ক) দুর্নিবার, নবারুণ
খ) হরিণ, মুল্যায়ণ
গ) কেরাণি, পরগণা
ঘ) প্রণ, প্রণয়ন

১৯. কোন জাতীয় শব্দে ‘ষ’ ব্যবহার হয় না?
ক) তৎসম
খ) দেশী
গ) সংস্কৃত
ঘ) বিদেশী

২০. ণ-ত্ব বিধান অনুসারে কোনটিতে ভুল বানান রয়েছে?
ক) রূপায়ণ
খ) পুরোণো
গ) মূল্যায়ণ
ঘ) নিরূপণ

২১. নিত্য মূর্ধন্য-ণ বাচক শব্দ-
ক) গৃহিণী
খ) উষ্ণ
গ) সমপর্ণ
ঘ) পুণ্য

২২. নিচের কোনটিতে স্বভাবতই ‘ণ’ হয়?
ক) তৃণ
খ) লবণ
গ) বর্ণনা
ঘ) ভীষণ

২৩. কোন শব্দের ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য
ক) তদ্ভব
খ) দেশী
গ) তৎসম
ঘ) পারিভাষিক

২৪. কোন শব্দজোড়া ষ-ত্ব বিধির উদাহরণ?
ক) পোশাক, জিনিস
খ) দেশী, বাস
গ) স্পষ্ট, অনুষ্ঠান
ঘ) অগ্নিসাৎ, ভূমিসাৎ

২৫. আরবী, ফারসি, ইংরেজি ভাষা থেকে আগত শব্দে সাধারণত ব্যবহৃত হয় না-
ক) স
খ) ষ
গ) শ
ঘ) ম

**উত্তরমালা**
১.ঘ, ২.গ, ৩.ক, ৪.ক, ৫.গ, ৬.ঘ, ৭.গ, ৮.ক, ৯.খ, ১০.ক, ১১.খ, ১২.ক, ১৩.ঘ, ১৪.খ, ১৫.ঘ, ১৬.গ, ১৭.ক, ১৮.গ, ১৯.ঘ, ২০.খ, ২১.ঘ, ২২.খ, ২৩.গ, ২৪.গ, ২৫.খ।

Exit mobile version