Site icon Mati News

ষষ্ঠ ও শ্রেণির জন্য কুইজ প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির কুইজ প্রশ্ন

ষষ্ঠ ও শ্রেণির জন্য প্রযোজ্য।

নিচের কুইজ প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। এখানে শুধু প্রশ্ন দেওয়া আছে।

 

১. ডিম, কলিজা, পনির এসব খাদ্য থেকে আমরা এক ধরনের ভিটামিন পেয়ে থাকি যা সাধারণত শরীরে জমা থাকে না। কী ভিটামিন পেয়ে থাকি? 

 

২. রুপা ২ মিনিটে ১২০ মিটার পথ অতিক্রম করতে পারে। তাহলে রুপার ত্বরণ কত? 

 

৩. নিপা এক ধরনের দ্রবণ তৈরি করলো যা কিছুটা দুধের মতো দেখতে এবং এর কণাগুলোর আকার ১ মাইক্রোমিটারের বেশি। দ্রবণটি কোন ধরনের?

 

৪. একটি পৃষ্ঠে কত কোণে আলো আপতিত হলে এর প্রতিফলন কোণ ৬০ ডিগ্রি হবে? 

 

৫. নলকূপের হাতল কোন শ্রেণির লিভার? 

 

৬. আমাদের শ্রবণ সংবেদী কোষ কোথায় থাকে? 

 

৭. মটরশুঁটি গাছের কান্ড কী রকম?

 

৮. আইসক্রিম তৈরির একটি উপাদান অ্যালজিন। এটি কোথা থেকে পাওয়া যায়? 

 

৯. রক্ত কোন ধরনের টিস্যু? 

 

১০. একটি দেশ রক্ষার জন্য যেমন প্রহরী থাকে তেমনি আমাদের দেহের প্রহরী কোনটি? 

 

১১. ৮০ ডিগ্রি ফারেনহাইটের মান সেলসিয়াস স্কেলে কত হবে? 

 

১২. কোন পরমাণুর কেন্দ্রে কোনো নিউট্রন থাকে না?

  

১৩. উত্তাপে তরল প্রোটিনের কি পরিবর্তন ঘটে?

 

১৪. অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কী?

 

১৫. কাকে রাত গাছের রান্নাঘর বলে?

 

১৬. দুধে কোন ভিটামিন থাকে না ?

 

১৭. তারামাছের সারা গায়ের ত্বকে কী থাকে।

  

১৮. আমাদের আশেপাশে আমরা সাধারণত কোন কোন জাতের কাককে দেখতে পাই?

 

১৯. কোল্ড ড্রিংকস-এর বোতলের ঢাকনি খোলার জন্য কোন জিনিস ব্যবহৃত হয়।

 

২০. খাদ্য ও জ্বালানিতে কোন শক্তি জমা থাকে?

 

২১. চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?

 

২২. বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ?

 

২৩. চীনের দুঃখ কী? 

 

২৪. পৃথিবীর সর্ববৃহৎ ঝুলন্ত সেতু কোথায় অবস্থিত?

 

২৫. খরয়ঁবভরবফ ঘধঃঁৎধষ এধং যুগে বাংলাদেশ কখন প্রবেশ করে?

 

২৬. বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম কী?

 

২৭. পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি?

 

২৮. জাতীয় শিশু দিবস কত তারিখে?

 

২৯. মাওরি কোন দেশের অধিবাসী?

 

৩০. কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?

 

৩১. ক নামক একটি কোম্পানির ম্যাঙ্গো জুসে ৩:৫ অনুপাতে আমের রস এবং পানি ও ২:৪ অনুপাতে পানি এবং ফুড কালার মেশানো হয়। তাহলে ৫০ গ্রাম ওজনের এক বোতল জুসে কত গ্রাম পানি থাকে? 

 

৩২. এক ব্যাক্তি তার আয়তকার বাগানের ১/৩ অংশে আম গাছ, ৪/৫ অংশে লিচু গাছ লাগালেন এবং ৩০ বর্গমিটার জায়গা ফাকা রাখলেন। তার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ কত?

 

৩৩. একটি কলমের মূল্য একটি খাতার মূল্যের ২/৮ গুণ। সোহেল ৩ টি খাতা এবং ২ টি কলম কিনলো এতে তার মোট ২০০ টাকা খরচ হলে প্রতিটি খাতার মূল্য কত? 

 

৩৪. ০.০০২৫ এর বর্গমূল কোন ধরনের সংখ্যা?

 

৩৫. ০ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

 

৩৬. হামিদ সাহেবের ব্যাংক হিসাবে ২,২৫,০০০ টাকা, ঘরে স্বর্ণ আছে ২৫৫ গ্রাম, তার ব্যাবহারের জন্য গাড়ি আছে যার মূল্য ১২০০০০০ টাকা, যে বাড়িতে থাকেন তার বর্তমান মূল্য ২ কোটি টাকা। তাকে কোন কোন টাকার যাকাত দিতে হবে এবং কত দিতে হবে? (১ গ্রাম স্বর্ণ = ৪৬৮০ টাকা)  

 

৩৭. প্রতিটি ত্রিভুজের কয়টি অংশ থাকে এবং অংশগুলো কী কী?

 

৩৮. বীজগণিতে ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?

 

৩৯. ৬৫৭৪০৯৬ এর বর্গমূল কত অংক বিশিষ্ট?

 

৪০. একটি বাক্সে কিছু সাদা,নীল এবং লাল বল আছে। এই বলগুলোর সংখ্যা যথাক্রমে তিনটি ক্রমিক সংখ্যার সমান যাদের সমষ্টি  ৭০। তাহলে বাক্সে লাল বল কয়টি আছে? 

 

৪১. ফরজ নামাজের পর ইমাম যে সম্মেলিত মুনাজাত করে তা কি? ক. সুন্নাত। খ. বিদআত।

 

৪২. কোন সূরার কোন আয়াতে পিতা-মাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে?

 

৪৩. সর্বপ্রথম কোন সাহাবী মক্কায় উচ্চস্বরে কুরআন পাঠ করেন?

 

৪৪.  পবিত্র কুরআনের কোন সূরাটি ওমর (রাঃ)এর ইসলাম গ্রহণের কারণ ছিল?

 

৪৫. কোন সূরার কোন আয়াতে কারুনের কাহিনি উল্লেখ আছে?

 

৪৬. কোন সূরার কোন আয়াতে সুলায়মান (আঃ) এর সাথে হুদহুদ পাখির ঘটনা উল্লেখ আছে?

 

৪৭. কোন সূরার কোন আয়াতে ক্বিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে?

 

৪৮. পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মুমিন নারী-পুরুষকে দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে?

 

৪৯. পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে বাহনে আরোহনের দুআ উল্লেখ করা হয়েছে?

 

৫০. পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি দরূদ পড়ার আদেশ করা হয়েছে?

 

Exit mobile version