Site icon Mati News

পঞ্চম শ্রেণির বিজ্ঞান : আবহাওয়া ও জলবায়ু

পঞ্চম শ্রেণির বিজ্ঞানের একাদশ অধ্যায়ের আবহাওয়া ও জলবায়ু নিয়ে রইল  একটি মজার আলোচনা। প্রশ্নোত্তরের মাধ্যমে এখানে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য এবং বাতাসের নিম্নচাপ ও উচ্চচাপ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে কী কারণে গরমকালে বৃষ্টি হয় ও শীতকালে কেন বৃষ্টি হয় না ।

আবহাওয়া ও জলবায়ু : প্রথমেই তিনটি বিষয় জেনে রাখি

১.        বাতাস গরম হলে উপরের দিকে উঠে যায়।

২.       কোথাও যদি বাতাস না থাকে তা হলে সেই খালি জায়গা দখল করতে আশপাশের বাতাস ছুটে আসে।

৩.       বাতাসে জলীয় বাষ্প যত বেশি জমা হবে, বাতাস তত ভারী হবে।

৪.       আর যেকোনো ভারী জিনিস নিচে নেমে আসে।

 

দিনের বেলায় মাটি গরম হয়।এ কারণে মাটির উপরে থাকা বাতাস উপরে উঠে যায়।

বাতাস উপরে গেলে সে জায়গাটা কি ফাঁকা থাকে?

আরে না! সেখানে আশপাশে ঠান্ডা বাতাস ছুটে আসে। তখন সাগরে নিম্নচাপ দেখা দেয়।

মাটি গরম হলে সাগরে কেন নিম্নচাপ দেখা দেবে?

গরমকালে আমাদের মাটির উপরে থাকা বাতাস যখন আরো উপরে উঠে যায়, তখন সেই জায়গাটা ভরাট করতে বঙ্গোপসাগর থেকে বাতাস ছুটে আসে মাটির দিকে। এ কারণে সাগরে নিম্নচাপ হয়।

তখন কী হয়?

তখন সাগরের উপরে থাকা ভারী বাতাস নিচে নেমে আসে।

সাগরের উপর থেকে বাতাসটা ঠান্ডা না গরম?

ওটা ঠান্ডা। ওজনেও ভারী। কারণ ওই বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে।

সাগরের উপরের ওই ভারী বাতাস নিচে নেমে এলে কী হয়?

সাগরে নিম্নচাপ দেখা দেয়। এমনটা হয় গরম ও বর্ষাকালে। গরমকাল বা বর্ষাকালে এমনটা ঘটে, কারণ ওই সময় মাটি গরম থাকে বেশি।

তারপর কী হয়?

তারপর সাগরের সেই ভারী বাতাস যখন মাটির দিকে ছুটে আসে, তখন সঙ্গে অনেক জলীয় বাষ্প নিয়ে আসে। সেই বাষ্পটা জমতে জমতে মেঘ হয়ে যায়। আর এ কারণেই বৃষ্টি হয়।

আর যদি সাগরের উপরের বাতাস অনেক জোরেসোরে আসতে শুরু করে তখন ঝড়-সাইক্লোনও হয়।

শীতকালে বৃষ্টি হয় না কেন?

শীতকালে সাগরের উপরে বাতাস থাকে গরম। মাটির উপরের বাতাস থাকে ঠান্ডা। এ কারণে  সাগরের বাতাস উপরের দিকে উঠে যায়। এটাকে বলে উচ্চচাপ। আর তখন মাটির বাতাস ছুটে যায় সাগরের দিকে।

আচ্ছা, এ কারণে শীতকালে বাতাস উত্তর থেকে দক্ষিণে ছোটে?

ঠিক ধরেছো। তখন মেঘ ও ভারী জলীয় বাষ্পটাও সাগরের দিকে চলে যায়। যে কারণে বৃষ্টিও হয় না।

 

[লেখাটি আপনার সন্তানের উপকারে আসলে চ্যানেলটি সাবসক্রাইব করে রাখুন, এতে আরও অনেক ভিডিও টিউটোরিয়াল থাকবে]

Exit mobile version