Site icon Mati News

পানির নিচে হানিমুন, এক রাতের খরচ ৩৩ লাখ!

সম্প্রতি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। বর গৌতম কিসলুকের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। বিয়ের পর স্বামীর সঙ্গে এখন মালদ্বীপের কনরাড দ্বীপে হানিমুন করছেন কাজল।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ছবি আপলোড করেছেন এই অভিনেত্রী।

গৌতম ও কাজলের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, মালদ্বীপে রাঙ্গালি আইল্যান্ড রিসোর্টে তারা অবস্থান করছেন। এ হোটেলটি রাঙ্গালি দ্বীপের পানির নিচে অবস্থিত। সমুদ্র ভূ-পৃষ্ঠের প্রায় ১৬ ফুট নিচে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলের ভেতরে রয়েছে কাঁচে ঘেরা একটি রেস্তোরাঁ। যেখানে বসে সামুদ্রিক প্রাণীদের চলাফেরা করতে দেখা যায়। এই হোটেলে এক রাত থাকতে খরচ করতে হয় প্রায় ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখেরও বেশি।

কাজলের ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায়, লাল বিচ গাউনে তাকে জড়িয়ে রেখেছেন স্বামী গৌতম। ক্যাপশনে লেখা, ‘সুন্দর তুমি’।

মালদ্বীপে পৌঁছে গৌতম লেখেন, ‘বেড়াতে বের হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। অবশ্য সতর্কতার সঙ্গেই বের হয়েছি। ধীরে ধীরে স্বাভাবিক দিনে ফিরছি…।’

Exit mobile version