Site icon Mati News

সালমান শাহ স্মরণে শাবনুর-মৌসুমী

জনপ্রিয় অভিনেতা সালমান শাহর ২২তম মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল বৃহস্পতিবার। কালজয়ী এই নায়কের মহাপ্রয়াণের এতগুলো বছর পার হওয়ার পর আজও বাংলা সিনেমাপ্রেমী দর্শক, ভক্তরা ক্ষণজন্মা এই অভিনেতাকে ঠিকই মনে রেখেছেন। একটিবারের জন্য ভুলে যাননি। সালমানের মৃত্যুবার্ষিকীতে তাকে নিয়েস্মৃতি চারণ করলেন চিত্রনায়িকা মৌসুমী ও শাবনুর।
সালমানকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে শাবনুর বলেন, ‘নায়ক সালমান নেই এ কথা কেন জানি আজও বিশ্বাস হয় না। কোটি ভক্তের মতো নায়ক সালমানের স্মৃতি আমাকেও ক্ষত-বিক্ষত করে। তার সাথে কাটানো স্মৃতিগুলো আমার কাছে বেদনার পাহাড়। তার সঙ্গে ১৪টি ছবিতে অভিনয় করেছি। একসঙ্গে হেসেছি, কেঁদেছি। কিন্তু বাস্তবে যে তার জন্য আমাদের কাঁদতে হবে, সেটি কখনোই ভাবিনি। বাস্তবে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে প্রিয়নায়ক সালমান। যেখানেই থাকুক না কেন, মহান সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক। বাংলাদেশ চলচ্চিত্রের আকাশে এক ধূমকেতুর মতো এসেছিল নায়ক সালমান। আমার বিশ্বাস, নায়ক সালমান শাহ যুগে যুগে তার ভক্তদের হৃদয়ে চির অমর হয়ে থাকবে।’
চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘প্রথম চলচ্চিত্রে সালমান শাহের নায়িকা ছিলাম আমি। সেদিন বাংলাদেশ চলচ্চিত্রের একটি ইতিহাস রচনা করেছিলাম আমরা দু’জন। তার মৃত্যুর খবর শুনে আমি কেঁদেছিলাম নাকি, পাথর হয়ে গিয়েছিলাম কিছুই এখন মনে নেই। আমি এখনো বিশ্বাস করি না সালমান নেই। চলচ্চিত্রে সে আমার প্রথম নায়ক, বন্ধু, সহকর্মী। তার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করলে এখনো অঝোর ধারায় কান্না আসে। সালমান পাগল দুই তরুণী জীবন দিয়ে প্রমাণ করে গেছে প্রিয়নায়ক সালমানের প্রতি তাদের কত ভালোবাসা। সবার মাঝে অনন্তকাল বেঁচে থাকবে সালমান।’
Exit mobile version