Site icon Mati News

আখের রস কেন খাবেন?

আখের রস মনজুড়ানো পানীয়। এর আছে অনেক গুণ। তবে রাস্তায় অপরিচ্ছন্ন রস খেলে আবার হীতে বিপরীত হতে পারে। আখের রসের গুণ গুলো জানলে এটি পান করতে চাইবেন সবাই।

 

যকৃতের উপকার

জন্ডিসে আক্রান্তদের আখের রস খাওয়ানোর প্রচলন তো আগে থেকেই আছে। লিভারের কার্যক্ষমতা বাড়াতে আখের রসের কার্যকারিতাও নানা পরীক্ষায় প্রমাণিত।

 

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

নিয়মিত আখের রস পানে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। যা মৌসুমী ফ্লু ও অন্যান্য ভাইরাল ইনফেকশন থেকে বাঁচাবে।

 

 

ডায়াবেটিসেও উপকার আছে

আখের রসে থাকে প্রাকৃতিক চিনি। তাই পরিমিত মাত্রায় ডায়াবেটিস রোগীরা এটি খেতেই পারেন। এর কিছু উপাদান আবার রক্তে শর্করাও বাড়তে দেয় না। তবে পরিমাণটা ডাক্তারের পরামর্শে মেপে নেওয়াই ভালো।

 

ওজন কমায় আখের রস

আখের রসে ফাইবার বেশি। তাই এটি শরীরে বেশিক্ষণ শক্তি যোগায় ও অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। তাই জমবে না অতিরিক্ত মেদও। এটি  ক্ষতিকর কোলেস্টেরলমুক্ত।

 

হাড় শক্ত করে

আখের রসে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাসিয়াম ও ফসফরাস হাড়কে মজবুত করে।

 

ত্বক ভালো রাখে

আখের রসের উপাদান ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে। এর রসে থাকা সুক্রোজ ক্ষত সারাতে সাহায্য করে। ত্বকের বিষাক্ত উপাদান ও অবাঞ্চিত দাগ দূর করতেও এর ব্যবহার আছে।

 

Exit mobile version