Site icon Mati News

আজকের উপকারী কিছু টিপস

টিপস

প্রতিদিন নতুন টিপস পেতে চোখ রাখুন মাটিনিউজের লাইফস্টাইল বিভাগে

 

বাচ্চা বা বড়দের পায়ে কাঁটা ফুটলে, কাঁটা ফোটার স্থানে গলানো ‍গুড়ো ১০ গ্রাম জোয়ান পিষে মিশিয়ে এটু গরম করে বেঁধে দিন। কাঁটা আপনা থেকেই বেরিয়ে যাবে।

 

লাউয়ের ৮-১০টি বীজ বের করে পিষে নিন। তারপর তাতে একটু মধু মিশিয়ে সেটা ধীরে ধীরে চাটুন। এতে দেহের বিভিন্ন অঙ্গের ফোলাভাব কমে আসে।

 

সরষের তেল ২০০ গ্রাম আর কর্পুর ৩০ গ্রাম। এই দুটোকে মিশিয়ে একটা শিশিতে ঢেলে রোদে রেখে দিন। একটু পর শিশিকে নেড়ে সেই তেল কোমরে মালিশ করুন। এতে কোমারের ব্যথা কমবে।

 

জামের শুকনো বিচি চূর্ন ৩০০ মিলিগ্রাম থেকে ১ গ্রাম পর্যন্ত মাত্রায় দিনে তিনবার খেলে প্রসাবের সঙ্গে সুগার আসা বন্ধ হয়।

Exit mobile version