Site icon Mati News

জরায়ুর রোগের লক্ষণ কী? জরায়ুতে সমস্যা কিনা বুঝবো কী করে

জরায়ু হল জীবনদান, পুষ্টি, সুরক্ষা এবং টিকিয়ে রাখার জন্য নারীদের শক্তিকেন্দ্র। জরায়ু এমন একটি অঙ্গ যাকে ঘিরে ঋতুস্রাব থেকে মেনোপজ, গর্ভাবস্থা থেকে প্রসব পর্যন্ত অনেক কিছুই ঘটে থাকে। তাই জরায়ুর রোগের লক্ষণ বুঝে নেওয়া খুব জরুরি।

বর্তমানে অধিকাংশ নারীরাই কোনো না কোনো জরায়ুর সমস্যায় ভুগে থাকেন। তবে তারা জরায়ুর রোগের লক্ষণ বুঝতে পারেন না। নারীদের রোগগুলোর মধ্যে জরায়ুতে সমস্যা বেশ কমন একটি রোগ। কিছু সাধারণ জরায়ুর সমস্যার মধ্যে রয়েছে জরায়ু ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, জরায়ু প্রোল্যাপস এবং জরায়ু যক্ষ্মা।

জরায়ুতে সমস্যা দেখা দিলে যতদ্রুত সম্ভব চিকিৎসা নেয়া উচিৎ। জরায়ুতে কোনো সমস্যা হলে আমাদের শরীর কিছু ইঙ্গিত দিয়ে থাকে। এগুলো দেখেই ধরে নেয়া যায় যে আমাদের জরায়ু ভালো নেই। এরকম কিছু জরায়ুর রোগের লক্ষণ নিয়েই এখানে আলোচনা করা হলো।

 

জরায়ুর রোগের লক্ষণ

 

জরায়ুর রোগের এসব লক্ষণ প্রকাশ পেলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। এবার চলুন কিছু সাধারণ কারণ জেনে নেয়া যাক যার ফলে জরায়ুতে সমস্যাগুলো হয়ে থাকে।

 

 

জরায়ুর রোগের লক্ষণ নিয়ে ডাক্তারদের পরামর্শক্রমে লিখেছেন সায়মা তাসনিম।

 

 

নাক দিয়ে রক্ত পড়লে কী করবো | নাক দিয়ে রক্ত পড়ে কেন

কোন খাবার ওজন বাড়াবে না | ওজন কমাতে কী খাবো

Exit mobile version