Site icon Mati News

নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার

নাক দিয়ে রক্ত পড়ার কারণ বন্ধ করবো কীভাবে

নাক দিয়ে রক্ত ​​পড়ার কারণ এ এক বা উভয় নাকের ছিদ্র থেকে রক্ত ​​প্রবাহিত হতে পারে। নাক দিয়ে রক্ত পড়ার নাম এপিস্ট্যাক্সিস।

এটি ভারী বা হালকা হতে পারে এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট বা তার বেশি স্থায়ী হতে পারে।

 

5 Easy Weight Loss Tips

 

নাক দিয়ে রক্ত পড়ার কারণ

আমাদের নাকের আস্তরণে অনেকগুলি ক্ষুদ্র রক্তনালী রয়েছে যা পৃষ্ঠের খুব কাছাকাছি থাকে এবং সহজেই আঘাতপ্রাপ্ত হতে পারে। নাক থেকে বিভিন্ন কারণেই রক্তপাত হতে পারে তবে সবথেকে বেশি যে কারণে হয় তা হচ্ছে শুষ্ক আবহাওয়া এবং কম আদ্রতাযুক্ত জলবায়ুতে থাকা। এছাড়াও যেসব কারণ রয়েছে তা হচ্ছে –

এগুলো হচ্ছে সাধারণ কারণ যা সচারাচর নাক থেকে রক্তপাতের পেছনে দায়ী থাকে এছাড়াও নাক দিয়ে রক্ত পড়ার কারণ  আরও রয়েছে যা খুব বেশি পরিচিত নয় এবং কমই দেখা যায়। এরকম কিছু কারণ হচ্ছে –

অনেক সময় উচ্চ রক্তচাপের কারনেও নাকের অভ্যন্তরে আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তপাত ঘটতে পারে। এখানে উল্লেখিত কারণগুলোই মোটামুটি নাক থেকে রক্তপাতের পেছনে প্রধানত দায়ী থাকে এর বাইরে তেমন কিছুই নেই। তাই, প্রাথমিক চিকিৎসায় এ কারণ গুলোর দিকে বিশেষভাবে লক্ষপাত করতে হবে।

নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করবো কীভাবে ?

নাক থেকে রক্ত পড়া সাধারণত গুরুতর হয় না তাই আপনি সাধারণভাবে বাড়িতে বসেই এর চিকিৎসা করতে পারবেন। এক্ষেত্রে রক্তপাত বন্ধে করণীয় হচ্ছে –

এভাবে ঘরোয়াভাবে নাক থেকে রক্তপাত বন্ধ করতে পারেন কিন্তু বিশেষ কিছু ঘটনায় অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

নাক দিয়ে রক্ত পড়ার কারণ : কখন ডাক্তার দেখাতে হবে?

নাক দিয়ে রক্ত পড়ার কারণ গুলো দেখা দিলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন।

নাক দিয়ে রক্ত পড়া প্রতিরোধ করবেন কীভাবে

নাক থেকে একেবারেই রক্ত পড়া বন্ধ হয়তো আপনি করতে পারবেন না। তবে চাইলেই এর আশঙ্কা কমাতে পারবেন।

 

নাক দিয়ে রক্ত পড়ার কারণ নিয়ে লিখেছেন সায়মা তাসনিম।

Exit mobile version