Site icon Mati News

গরমের সময় কি ধরণের পারফিউম বেছে নেয়া উচিত?

গরমে যে ধরনের পাফিউম ব্যবহার করা উচিৎঃ 

  • গরমের সময় বেশি গাঢ় সুগন্ধি ব্যবহার না করাই ভালো। বেছে নিন হালকা কোনও মিষ্টি সুগন্ধি।
  • পারফিউমের সঠিক গন্ধের আন্দাজ করা যায় না। কারণ, দোকানের অন্যান্য জিনিসের গন্ধও চলে আসে নাকে। সুগন্ধি কেনার সময় সম্ভব হলে খোলা জায়গায় শুঁকে দেখুন।
  • সুগন্ধি বেছে নিন, যাতে পাবেন লেবু বা কাঠের মতো সুন্দর গন্ধ। লেবুর সুন্দর সুগন্ধ আপনাকে মাতিয়ে দেবে।
  • গরমের জন্য সেরা ফুলের সুগন্ধি। সেক্ষেত্রে রয়েছে একাধিক বিকল্প। গোলাপ, জুঁই আরও কত কী! আপনি বেছে নিন আপনার পছন্দমতো। গরমের হাত থেকে বাঁচতে ফুলের সুবাস কাজে দেবে।
  • সুগন্ধির সুবাস যাতে অনেকক্ষণ স্থায়ী হয়, তেমন কোনও পারফিউম বেছে নিন।

ত্বকের ধরন বুঝে বডি স্প্রে নির্বাচন করুন। সাধারণত ত্বক তিন ধরনের হয়ে থাকে-শুষ্ক, স্বাভাবিক ও তৈলাক্ত। বডি স্প্রে আপনার শরীরে ঠাণ্ডা সতেজতা এনে দেবে। ত্বকে বডি স্প্রে ব্যবহার করুন। প্রাকৃতিক বডি স্প্রে বেছে নিন। প্রতিটি বডি স্প্রের গায়ের নির্দেশিকায় ত্বকের ধরন লেখা থাকে। আর সেই সঙ্গে এর উপাদান। যাঁদের ত্বক সেনসেটিভ, তাঁরা লেমন উপাদানসমৃদ্ধ বডি স্প্রে নির্বাচন করবেন না।

কিছু বডি স্প্রের ধরন

* ন্যাচারাল পারফিউম : ফ্রুট ও লেভেন্ডার কমবো স্মেল ধরনের বডি স্প্রের সুগন্ধ দীর্ঘ সময় থাকে।

* ন্যাচারাল এসেনশিয়াল অয়েল বডি স্প্রে : এ ধরনের বডি স্প্রেগুলোতে তেল থাকায় ত্বক কোমল করে।

* সি সল্ট বডি স্প্রে : এই বডি স্প্রে শরীর সতেজ করে। সঙ্গে দীর্ঘ সময় সুগন্ধ ছড়ায়।

* ডাই ড্রাই অয়েল বডি স্প্রে : যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের জন্য এই বডি স্প্রে। ত্বক কোমলতা আনে এবং ময়েশ্চার লেবেল ঠিক রাখে।

* ন্যাচারাল ডাই অলিভ অয়েল বডি স্প্রে : ত্বকের খসখসে ও রুক্ষ ভাব দূর করে। ত্বকে আনে কোমলতা।

* ভেনিলা ক্লভ বডি স্প্রে অয়েল : ত্বক নরম করে এই পারফিউম ।

Exit mobile version