Site icon Mati News

পিত্তথলির পাথরে কি অস্ত্রোপচার করতেই হয়?

পিত্তথলির পাথরের চিকিৎসায় সাধারণত অস্ত্রোপচার করতে হয়। তবে সব ক্ষেত্রেই কি অস্ত্রোপচার করার প্রয়োজন পড়ে? এ বিষয়ে  এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫০তম পর্বে কথা বলেছেন ডা. দেবাশীষ দাস।

ডা. দেবাশীষ দাস বর্তমানে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : পিত্তথলির পাথরে হয়তো মুখে ওষুধ দিয়েছেন, লক্ষণ অনেকটা কমে গেছে। তখন রোগী অস্ত্রোপচার করতে চাচ্ছে না, এটি কি ঠিক হবে?

উত্তর : অনেক সময় দেখা যায়, ছোট পাথর থাকে, এটি বেরিয়ে যেতে পারে। সিস্টিক ডাক দিয়ে বা কমন বাইল ডাক দিয়ে এটি বের হয়ে যেতে পারে। পাথর ছোট থাকলে আমরা পর্যবেক্ষণ করি। পাথর ছোট থাকলে আপনি পর্যবেক্ষণ করেন, ওষুধ নেন, যদি এটি চলে যায়, তাহলে ভালো।

তবে সাধারণত পাথর কখনো চলে যাবে না। পাথর দূর করতে হলে তাকে সার্জিক্যাল পদ্ধতিতে যেতেই হবে। ছোট পাথর থাকলে আমরা রোগীকে ফলোআপের কথা বলি। যদি বারবার ব্যথা হয়, তাহলে আমরা সার্জারি করে দূর করতে পারি।

Exit mobile version