Site icon Mati News

শিশুর যে লক্ষ্মণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন

শিশুর

১. শিশুর একটি বা দুটি চোখ ক্রমাগত খোলা বন্ধ হতে থাকলে
২. পাঁচ মাস বয়সেও ওপাশ না করতে পারলে
৩. ছয় মাস বয়সেও না হাসলে
৪. ছয় সাত মাসেও কোনো লক্ষ্যবস্তুর দিকে এগোতে না পারলে
৫. ছয় সাত মাসেও শিশু পায়ে ভর না দিতে শিখলে
৬. আট-নয় মাসেও মুখ দিয়ে নানা শব্দ বের না হলে
৭. এক বছেরেও হামাগুড়ি দিতে না শিখলে
৮. দেড় বছর পেরোলেও অর্থপূর্ণ শব্দ বলতে না পারলে
৯. ছয় মাস পেরিয়ে গেলেও ঘাড় শক্ত না হলে, মুখ দিয়ে ক্রমাগত লালা গড়ালে
১০. তীব্র, বিকট আওয়াজেও বাচ্চা সাড়া না দিলে বা কেঁদে না উঠলে
১১. বাচ্চা জড়বুদ্ধির- প্রথম থেকেই এরকম সন্দেহ দেখা দিলে।

Exit mobile version