Site icon Mati News

সানস্ট্রোকের শিকার হচ্ছেন না তো? সাবধান হবেন

এপ্রিল মাস পড়তেই সূর্যের প্রখর তাপের দাপটে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। মাথার ঘাম পায়ে ফেলে, কোনও রকমে ছাতা বা ওড়নার আবরণে ঢেকে রোজনামচার জন্য বাড়ি থেকে বেরতেই হয়। আর এই রোদ লাগার কারণেই জাঁকিয়ে বসতে থাকে একের পরে এক রোগ।

এদের মধ্যে অন্যতম হল হিটস্ট্রোক বা সানস্ট্রোক।  কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে।  চিকিৎসকদের মতে, হিটস্ট্রোক ঠেকাতে সচেতনতার বিশেষ প্রয়োজন। শরীরকে কেবল সুস্থ রাখার পাঠ জানলেই হবে না, সানস্ট্রোকের সম্ভাবনা বুঝে সাবধান হতে পারাটাও সমান জরুরি।

তাই আগে জেনে নেওয়া দরকার, কাঠফাটা রোদে বেরিয়ে কোন উপসর্গগুলি দেখলে বুঝবেন আপনি হিটস্ট্রোকের শিকার হয়েছেন।

 

অমিত ঘোষের মতে, গরমে এই সমস্যা হয়েই থাকে। উচ্চ রক্তচাপ যাঁদের, তাঁদের বিশেষে করে রোদ এড়িয়ে চলা উচিত। এ ছাড়া হালকা রঙের ঢিলে পোশাক পরুন। জলের বোতল, ছাতা ও রোদচশমা সঙ্গে অবশ্যই রাখুন। যত পারুন হালকা ও তেল-মশলা ছাড়া খাবার খান। এমন খাবার খান যাতে হাইড্রেটেড থাকেন।

 

Exit mobile version