Site icon Mati News

বন্ধন অটুট রাখবে ফ্যামিলি ট্রি

আমাদের প্রাত্যহিক জীবনের ব্যস্ততা আর যান্ত্রিকতা আমাদের সামাজিক জীবন থেকে, পরিবার-পরিজন থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। বাংলার চিরায়ত যৌথ পরিবারের ঐতিহ্য এখন কালের হালখাতার উৎসবের মতো অমলিন। ব্যস্ততার নামে আত্মকেন্দ্রিক একক একাকীত্ব পরিবারের খন্ডিত হতে হতে আজ পারিবারিক বন্ধনের সুতো ছিঁড়ে যাচ্ছে। কাােে সময় নেই, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। চলছে..চলবে রীতিতে কোনমতে জীবন পাড়ি দেয়ার চেষ্টায় ত্রস্তব্যস্থ হয়ে ছুটিেছ আমরা সুখ নামর অচিনলোকে সন্ধানে। পরিণতি ভালো হচ্ছেনা। শেকড় ভুলে দূরে সরে থাকার পরিণতি ভালো হবারও কথা নয়।

লিখেছেন: ফয়জুন্নেসা মণি

জীবনটা চলছে এভাবেই। একক একাকী জীবনে সুখী হওয়ার মোহাচ্ছন্ন হয়ে সব শক্তি হারাচ্ছি আমরা। এভাবেই কি চলবে? নিশ্চয়ই নয়। আসুন ব্যস্ততম জীবনের মাঝেও ভালো কিছু কাজ, ভালো কিছু চিন্তার সুযোগ সন্ধান করি। চলুন চেষ্টা করি পারিবারিক বন্ধনগুলোকে নতুনভাবে সুঁতোয় গাঁথা যায় কিনা দেখি…। আসুন তৈরি করি ফ্যামিলি ট্রি। ‘ফ্যামিলি ট্রি’র ধারণাটা আসলে পারিবারিক সম্প্রীত সুরক্ষার একটা কারিগরি সূত্র।  ফ্যামিলি ট্রি’র ধাপগুলো লক্ষ্য করলেই বোঝবেন এই প্রক্রিয়াটি পরিবারিক সম্পর্কোন্নয়ন ও পুনঃপ্রতিষ্ঠায় কতোটা সহযোগী হতে পারে। সোজা কথা, আপনার বংশ পরম্পরায় পূর্বপুরুষদের সম্পর্কে তথ্য যোগাড় করে তা লিপিবদ্ধ করাই হলো ‘ফ্যামিলি ট্রি’ তৈরির নিয়ম। পারিবারিক এঐতিহ্যেক ধারক হিসেবে ফ্যামিলি ট্রি খুবই গুরুত্বপূর্ণ।

বাবা মা, দাদা-দাদু, নানা-নানুর কাছ থেকে  জেনে নিন এবং সংগ্রহ করুন নিম্নোক্ত তথ্যগুলো

Exit mobile version