Site icon Mati News

মাঠে থাকবেন জয়া আহসান

জয়া আহসান

২২ এপ্রিল শুরু হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ–২০১৯ (অনূর্ধ্ব-১৯)। এই খেলা ঘিরে নানা দিকে হচ্ছে নানান আয়োজন। গান–নাটকের পর এবার বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপের শুভেচ্ছাদূতের নাম জানা গেল। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই আয়োজনের দূত।

গতকাল কথা হয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে। তিনি জানান, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। জয়া বলেন, ‘অনূর্ধ্ব ১৯–এ যারা অংশ নিচ্ছে, তারা প্রত্যেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের চেষ্টা ও মেধার জোরে উঠে এসেছে। মেয়েদের নিয়ে এই আয়োজন নারীর ক্ষমতায়নেরও একটি দারুণ দৃষ্টান্ত। আমি যেমন এতে অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহ দেব, তেমনি তাদের গল্পও আমাকে অনুপ্রেরণা জোগাবে।’

তা ছাড়া এই আয়োজনের সঙ্গে যে নাম, অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেছার নাম জড়িয়ে আছে, সেটাও আমার জন্য গর্বের।’

বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯–এর বিভিন্ন কার্যক্রমে জয়া আহসানকে দেখা যাবে। তিনি কিশোরী খেলোয়াড়দের উৎসাহ জোগাবেন,
তাঁদের পাশে থাকবেন এবং গ্যালারিতে বসে তাঁদের খেলাও দেখবেন।

জয়া বলেন, ‘শুধু শুভেচ্ছাদূত হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সবাইকে বলতে চাই, আপনারা আসুন, গ্যালারিতে বসে আমাদের মেয়েদের উৎসাহ দিন।’

https://youtu.be/r0t64gzuqtg

Exit mobile version