Site icon Mati News

ইসলামী ব্যাংকগুলোতে এফডিআর ও ডিপিএস খোলার বিধান

ইসলামী ইসলামিক

প্রশ্ন : বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোতে এফডিআর অথবা ডিপিএস করলে সেখান থেকে প্রাপ্ত লভ্যাংশ কি আমি ভোগ করতে পারব?

মুহাম্মদ ত্বায়্যিবুর রহমান, খিলগাঁও, ঢাকা

উত্তর : যেহেতু ইসলামী ব্যাংকগুলো এ ব্যাপারে পরিপূর্ণ প্রতিশ্রুতি দেয় যে তারা সুদের ভিত্তিতে নয়, বরং লাভ-ক্ষতির ভিত্তিতে ইসলামের পূর্ণ রীতি মেনে ব্যাংকিং করে, সেহেতু ইসলামী ব্যাংকগুলোতে এফডিআর অথবা ডিপিএস বা অন্যান্য অ্যাকাউন্ট খোলাটা কিছু আলেম নাজায়েজ মনে করেন না। কিন্তু যেহেতু বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো ইসলামের পূর্ণ রীতি মেনে ব্যাংকিং করে কি না, সে বিষয়টি নিয়ে বিতর্ক বা অভিযোগ আছে, তাই তাদের সঙ্গে কোনো ধরনের মুনাফাভিত্তিক চুক্তি না করা খোদাভীতির পরিচায়ক। তবে প্রয়োজনের খাতিরে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ নয়। আর যে লভ্যাংশ পাওয়া যাবে, তা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দেওয়াটাই শ্রেয়। কেননা তীব্র প্রয়োজন নিষিদ্ধ বিষয়কে বৈধ করে দেয়। (শরহু কাওয়ায়িদিল ফিকহ লিজ জারকা, বিধি নম্বর-২০)

Exit mobile version