Site icon Mati News

ভূমিকম্পে মারা যাওয়া ব্যক্তি কি শহীদ ?

শহীদ ভূমিকম্প

সাধারণত আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করাকে শহিদী মৃত্যু মনে করা হয়। কিন্তু হাদীসে শহিদী মৃত্যুর প্রকার অনেক বর্ণিত হয়েছে। হাদীস দ্বারা বুঝা যায়, ভূমিকম্পে মারা যাওয়া ব্যক্তির শহীদের মর্যাদা পাবে। হযরত জাবের বিন আতীক রাঃ থেকে বর্ণিত।

রাসূল সা. ইরশাদ করেছেন, আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকার শহীদ রয়েছে। ১-মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। ২-পানিতে নিমজ্জিত শহীদ। ৩-শয্যাশায়ী অবস্থায় মৃত শহীদ। ৪-পেটের রোগ মৃত্যুবরণকারী শহীদ। ৫-আগ্নিদগ্ধ ব্যক্তি শহীদ। ৬-যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায় সেও শহীদ। ৭-সন্তান প্রসব করতে মারা যাওয়া নারীও শহীদ। (মুয়াত্তা মালিক, হাদিস নং-৫৫৪, ৮০২, আল মু’জামুল কাবীর, হাদিস নং-১৭৮০, সহীহ কুনুজু সুন্নাতিন নাবাবিয়্যাহ, হাদিস নং-২)

Exit mobile version