Site icon Mati News

স্বপ্নে কি দেখলে কি ফলবে?

স্বপ্নে

আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্ন দেখে থাকি। কোনো স্বপ্ন আনন্দকর, কোনো স্বপ্ন দুঃস্বপ্ন। তারপরই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমরা উদগ্রীব হয়ে যাই। হাদীসে কিছু স্বপ্নের ব্যাখা স্পষ্ট করে বলা হয়েছে।

১. দুধ পান করার ফল- এলেম তথা দ্বীন ইসলামের জ্ঞান লাভ করা।

২. গায়ে জামা দেখার ফল- জামার পরিমাপে দ্বীনের প্রভাব হওয়া।

৩. সবুজ বাগান দেখার অর্থ হলো বেহেশত।

৪. মজবুত কড়া বা আংটা ধরে থাকার অর্থ হলো দ্বীন ইসলামের উপর সুদৃঢ় থাকা।

৫. বেহেশতে প্রবেশ করার ফল নেককার হওয়া।

৬. লোহার আংটায় পা আটকে থাকার অর্থ হলো দ্বীন ও ধর্মে দৃঢ়পদ হওয়া।

৭. গলায় ফাঁদ দেখার অর্থ পরিণাম অশুভ হওয়া।

৮. কারো জন্য প্রবাহমান নদী-নালা দেখার অর্থ তার আমল নামা জারি থাকা।

৯. কূপ হতে পানি উঠিয়ে অন্যদের পান করানোর অর্থ হলো তার দ্বারা শান্তি স্থাপিত হওয়া।

১০. কোন বস্তু উড়ে যেতে দেখা ঐ বস্তু বিলুপ্তি।

১১. মহামারী আক্রান্ত এলাকা হতে কুৎসিত বিশ্রী নারী বের হয়ে যাওয়া- মহামারী ঐ এলাকা হতে স্তানান্তরিত হওয়া।

১২. তরবারি ভেঙ্গে যাওয়ার অর্থ নিজের দল ক্ষতিগ্রস্ত হওয়া।

উল্লেখিত স্বপ্নসমূহের যে অর্থ করা হয়েছে, তা স্থান বিশেষে নবী করীম (সা.) হতে বর্ণীত হয়েছে। সকল ক্ষেত্রে ফলাফল এমন হবে, বিষয়টি এমন নয়। কারণ, শুধু পার্থক্যের কারণে একই বস্তুর স্বপ্নের বিভিন্ন অর্থ হতে পারে। সূত্র: স্বপ্নের তাবির

Exit mobile version