Site icon Mati News

বজ্রপাতের অজানা তথ্য

বজ্রপাতে বছরে বিশ্বে প্রায় দুই হাজার মানুষ মারা যায়। আর জীবদ্দশায় কারও গায়ে বজ্রপাত হওয়ার গাণিতিক আশঙ্কাটা হলো প্রতি ১২ হাজারে ১।

নানা ধরনের উটকো আতঙ্কের নাম ফোবিয়া। আমেরিকানদের ফোবিয়ার তালিকায় তিন নম্বরে আছে অ্যাস্ট্রাফোবিয়া তথা বজ্রাঘাতে মৃত্যুর ভয়।

পৃথিবীর আকাশে সেকেন্ডে ৪০ বার বিদ্যুৎ চমকায়। তবে সবকটায় বজ্রপাত হয় না।

বজ্রপাতের গতি ঘণ্টায় ১৪ হাজার মাইল। যেখানে বজ্রপাত হয় সেখানে ২৭ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ তৈরি হয়। যা সূর্যের পৃষ্ঠতলের তাপের চেয়ে ৫ গুণ বেশি।

প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামের মাটিতে পুঁতে রাখা হয় ২০ হাজার কেজি বিস্ফোরক। ১৯৫৫ সালের এক বজ্রপাতে সেটা বিস্ফোরিত হয়। তবে ওই ঘটনায় একটি গরু ছাড়া আর কোনো প্রাণীর মৃত্যু হয়নি।

বজ্রপাতের পুরুত্ব ১-২ ইঞ্চি।

Exit mobile version