Site icon Mati News

ক্রাইম পেট্রোল -এর প্রভাবে হত্যাকাণ্ডের ধরন বদলে গেছে

ভারতীয় ‘সিরিয়াল ক্রাইম পেট্রোল’-এর প্রভাবে বাংলাদেশের হত্যাকাণ্ডের ধরন বদলে গেছে। হত্যাকা- দিন দিন বিভৎস হয়ে উঠেছে, এবং তা ভয়াবহ আকার ধারণ করে মহামারির মতো ছড়িয়ে পড়েছে। যেখানে-সেখানে গলাকাটা, হাত-পা কাটা, বস্তাবন্দি লাশ পাওয়া যাচ্ছে। তবে আগে কিন্তু এমনটা ছিলো না। ক্রাইম পেট্রোলের প্রভাবেই হত্যাকাণ্ডের ধরন বদলে গেছে, এবং হত্যাকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ক্রাইম পেট্রোলের এক পর্বে দেখলাম, পুড়িয়ে মারার ঘটনা দেখানো হচ্ছে, আবার অন্য একটা পর্বে দেখলাম, গলা কেটে বডি এক যায়গায় রাখা হয়েছে, আর মাথা রাখা হয়েছে অন্য এক যায়গায়। তারপর দেখা যায়, লাশ যাতে শনাক্ত করার উপায় না থাকে, সেজন্য মুখ থেতলে দেওয়া হয়।

বাংলাদেশেও কিন্তু ঠিক অনুরুপভাবে হত্যাকাণ্ড ঘটছে। বাসযাত্রী এক শিক্ষার্থীকে মেরে মুখ থেতলে, নদীতে ফেলে দেওয়া হলো। একজনকে হত্যা করে মাথা কেটে ব্রিজের পাশে রেখে দিয়েছে। হাত-পা কাটা লাশ পাওয়া যাচ্ছে। এগুলো সব ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোলের প্রভাবেই ঘটছে। কেননা, টেলিভিশন মানুষের মনে প্রভাব বিস্তার করে। মানুষ যা দেখে, সেটা তার মনের মধ্যে বিচরণ করে, ধারণ করে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকে।

পরিচিতি : অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়/মতামত গ্রহণ :লিয়ন মীর/সম্পাদনা : ফাহিম আহমাদ বিজয়।

Exit mobile version