Site icon Mati News

‘এমন দিনে জুয়া খেলছে ক্যাশিয়ার, জোকস নাকি!’

কৌতুক পড়ে নিজে হাসতে না চাইলেও আপনার ফেসুবক প্রতিবেশীকে হাসাতে এটি শেয়ার করুন। হাসলে শরীর ভাল থাকে।

কৌতুক ১

একটি দোকানের সাইনবোর্ডে লেখা, ‘শুধু শুধু অন্যের দোকানে গিয়ে ঠকবেন কেন, এখানে আসুন।’

 

জোকস ২

সেক্রেটারিকে আর কাজে রাখতে চান না চালাক বস। তাই তিনি বললেন, আপনি এত ভাল কাজ করেন যে আমি ভাবতেও পারি না। আপনাকে ছাড়া কী করে অফিস চলবে! আগামী মঙ্গলবার থেকে চেষ্টা করেই দেখি, আপনাকে ছাড়া অফিস চলে কী না। হয়ে যাক পরীক্ষা।

 

৩ নম্বর সতর্ক সঙ্কেত

গৃহিনী : কী ব্যাপার তোমাকে না বললাম দুধ দিয়ে যাবে সকাল সাতটার মধ্যে।

গোয়ালা: কী করুম আফা, কলে পানি সকাল আটটার আগে আসেই না।

 

চার নম্বর জোকস

বস: কী ব্যাপার। আজ হিসাব মেলানোর শেষ দিন। অথচ ক্যাশিয়ার নেই।

পিয়ন: স্যার উনি তো জুয়া খেলতে গিয়েছেন। ফিরতে নাকি দেরিও হতে পারে।

বস: একি! আজ এত গুরুত্বপূর্ণ দিনে জুয়া খেলতে গেছে! মানে কী! কৌতুক পেয়েছে নাকি!

পিয়ন: না স্যার, উনি বললেন যে হিসাব মেলানোর শেষ উপায় নাকি ওটাই।

 

জোকস পাঁচ

দোকানের কর্মচারী হিসাব করছিল ক্যালকুলেটর ছাড়াই।

‘চুয়াত্তরের চার, হাতে রইল সাত।’

খেঁকিয়ে উঠলেন মালিক, ‘ওই চুরা! হাতে রাখবি তো মাইর। ক্যাশবাক্সে রাখ!’

 

 

Exit mobile version