মসজিদে হামলাকারী ব্রেন্টনের বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টের বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগ দেবে পুলিশ।
এছাড়া ৩৯ জনকে হত্যাচেষ্টারও অভিযোগ আনা হচ্ছে ব্রেন্টনের বিরুদ্ধে।
স্থানীয় সময় শুক্রবার শুনানির জন্য ব্রেন্টনকে আদালাতে হাজির করা হবে। সেখানে পুলিশ আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ জমা দেবে। খবর রয়টার্স ও গার্ডিয়ানের
এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আনা যায় কিনা তা বিবেচনা করছে পুলিশ।
২৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান নাগরিকের বিরুদ্ধে এর আগে একটি হত্যার অভিযোগ আনা হয়েছিল।
গত ১৫ মার্চ শুক্রবার রক্তবন্যায় ভাসে শান্তির দেশ নিউজিল্যান্ড। দেশটির অন্যতম নগরী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর শ্বেতাঙ্গ উগ্রপন্থি ব্রেন্টন নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন। নিহতের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন।
এটাই পশ্চিমা দুনিয়ায় মুসলি...