Friday, September 20

Tag: electric vehicle

চীন-ইউরোপ শুল্ক-বিরোধের রাজনৈতিক সমাধান চায় জার্মানি

China
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনকে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ওপর শুল্ক সংক্রান্ত ইস্যুর একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক। মঙ্গলবার এক বিবৃতিতে হ্যাবেক বলেন, শুল্ক নিয়ে এ বিরোধ-চক্র চলতে থাকলে তাতে উভয় পক্ষের ক্ষতি হবে এবং এর জন্য একটি রাজনৈতিক সমাধান অপরিহার্য বলে জানান হ্যাবেক। জার্মান ও ইউরোপীয় অর্থনীতিতে চীনের গুরুত্বে জোর দিয়ে হ্যাবেক বলেন, ন্যায্য প্রতিযোগিতার শর্ত নিশ্চিত করতে হবে এবং জার্মানি চীনের সঙ্গে প্রতিযোগিতাকে স্বাগত জানায়। হ্যাবেকের এ বক্তব্য গত সপ্তাহের এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের দেওয়া বক্তব্যেরই প্রতিফলন। একজন সরকারি মুখপাত্র বলেছেন, ফেডারেল সরকার প্রথম থেকেই ইইউ-এর শুল্ক প্রস্তাব নিয়ে সন্দিহান ছিল এবং এই অবস্থান অপরিবর্তিত রয়েছে। হ্যাবেক আরও উল্লেখ করেন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান...

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!
Exit mobile version